বাংলারজমিন

ঘাটেশ্বরী নয়াপাড়া সড়কের বেহালদশা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৮:২১ পূর্বাহ্ন

সখীপুর উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী থেকে নয়াপাড়া সড়কে চরম দুর্ভোগ। বর্ষা এলেই এই তিন কিলোমিটার সড়কে সাধারণ মানুষের চলাচল স্থবির হয়ে পড়ে। কয়েক মাস ধরে এ সড়কের চরম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক গ্রামের সাধারণ মানুষ।
সরজমিন দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই এই কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। দক্ষিণ ঘাটেশ্বরী থেকে নয়াপাড়া সড়ক দিয়েই সখীপুর-টাঙ্গাইল যাওয়ার একমাত্র এই সড়ক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই কাঁচা সড়কটি এখনো পাকা হলো না। বর্ষার এ সময় গর্ভবতী মা-সহ যেকোনো রোগীর প্রয়োজনে এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের কথা চিন্তাই করা যায় না এই সড়কে। এ ছাড়া স্থানীয় পোলট্রি খামারি ও অন্যান্য ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ওই এলাকার আমিনুল ইসলাম অন্তর বলেন, এই সড়কটি পাকাকরণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সড়কের কোড নম্বর বসেছে কিন্তু পাকাকরণের কোনো কাজ হয় না। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করে আসছে।     
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদ আহমেদ বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সড়কটি পাকাকরণের জন্য টাঙ্গাইল প্রজেক্টের আওতায় নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status