বাংলারজমিন

বড়লেখায় কলেজছাত্র সাইফুর হত্যার ৩ আসামি গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৮:২১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় আলোচিত সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র সাইফুর রহমান হত্যার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গতকাল বিকালে তাদের বর্ণি আহমদপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের মাওলানা আব্দুল আহাদের ছেলে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র সাইফুর রহমান গত ৩০শে জুলাই ঈদের আগের দিন সিলেট থেকে নিজ বাড়িতে এলে, পরিকল্পিতভাবে খুনিরা সায়ফুর’কে তার পিতার পরিত্যক্ত আহমদপুরের বাড়িতে নিয়ে হত্যা করে ঘরে রেখে এলাকায় প্রচার করে সাপে কেটেছে সায়ফুর’কে। ময়নাতদন্তে সাপে কেটে মৃত্যু নয়, সায়ফুর’কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট আসে।
মামলা সূত্রে জানা যায়, আহমদপুর গ্রামের কামালের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ ছিল, এই বিরোধের জেরে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বর্ণির আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে মামলার প্রধান আসামি কামাল হোসেন, তাহার অপর দুই ভাই বাবুল হোসেন ও জেবলু হোসেনকে গ্রেপ্তার করে। মামলার ২নং আসামি একই গ্রামের জয়নাল আহমদ ও ৩নং আব্দুল জলিলসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status