বাংলারজমিন

বিয়ানীবাজারে ‘জয় বাংলা’ নামে ছাত্রলীগের ৭ম গ্রুপের শো-ডাউন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৮:১৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ‘জয় বাংলা’ নামে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছাত্রলীগের ৭ম গ্রুপের শো-ডাউন দেয়া হয়েছে। গতকাল দুপুরে পৌরশহরের দক্ষিণবাজার থেকে শুরু হওয়া বিশাল শো-ডাউন উত্তরবাজার ঘুরে আবার যথাস্থানে এসে পথসভায় মিলিত হয়। জয় বাংলা’সহ বিয়ানীবাজারে ছাত্রলীগের ৭টি বিবদমান গ্রুপ রয়েছে।
উপজেলায় দুই দশক ধরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। ফলে নিয়মিত এখানে গ্রুপের সৃষ্টি হচ্ছে। আর এসব গ্রুপ-উপ-গ্রুপের কারণে বিয়ানীবাজারে প্রতিমাসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে জড়ায় ছাত্রলীগ। এরই রেশ ধরে সর্বশেষ জয় বাংলা গ্রুপের সৃষ্টি হলো। যদিও বেশ কিছুদিন থেকে নতুন এ গ্রুপের স্রষ্টারা নিজেদের অবস্থান জানান দিতে তৎপর ছিলেন।
ধর্ষণের শাস্তি মৃত্যুদ- কার্যকরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও জয় বাংলা গ্রুপের পথসভায় যুবলীগ নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, মুড়িয়া ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তুতিউর রহমান খান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান তারেক, আব্দুল ওয়াদুদ বুদুল, কামরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ফারুকী, যুবলীগ নেতা আব্দুল হামিদ, রিপন আহমদ, মামুনুর রশিদ আকুল, টিপু সুলতান, সবুজ আহমদ, মাছুম আহমদ, ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ শাহিদ, আব্দুল মুনিম সাব্বির, সাদেক আহমদ, রুবেল আহমদ, শফিউল্লাহ সাগর, আজমল হোসেন দিপু, ইমরুল আহমদ, ফাহিম আহমদ, হাছান আহমদ, তারেক আহমদ, আবু হানিফ, আবু তাহের, জুবের আহমদ, ফাহাদুজ্জামান, শিপু আহমদ, সিদ্দিকুর রহমান, শাওন আহমদ, এবাদ আহমদ, হাসান আহমদ।
প্রসঙ্গত, বিগত সময়ে বিভিন্ন দুর্যোগ-নির্বাচনে বিশাল কর্মীবাহিনীকে কাজে লাগাতে বিয়ানীবাজার ছাত্রলীগের কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও মিছবাহ উদ্দিন সিরাজ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ। কিন্তু রহস্যজনক কারণে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status