খেলা

শিকল মুক্ত হচ্ছে সাকিবের ‘ব্যাট-বল’

ইশতিয়াক পারভেজ

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৮:১৪ পূর্বাহ্ন

২২শে জানুয়ারি ২০০৯, আইসিসি’র ওডিআই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আসেন সাকিব আল হাসান। ২০১৫-তে ক্রিকেটের তিন ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার ইতিহাস গড়েন। এরই মধ্যে তিনি হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সব জয়গায় সাকিব, সাকিব আর সাকিব। শুধু কি তাই! দেশের হয়ে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে করলেন বাজিমাত। হিমালয়ের চূড়াতেই যেন তার গৌরবের ঠিকানা। কিন্তু হঠাৎ দমকা হাওয়ায় সব এলোমেলো। প্রস্তাব পেয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। কিন্তু তা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানানোর প্রয়োজন মনে করেননি। নিয়ম অনুসারে গত বছর সাকিবকে দুই বছর নিষিদ্ধ করা হয়। যার মধ্যে ছিল এক বছর তিনি মাঠে খেলতেই পারবেন না। অনেকটাই ‘লঘু পাপে গুরুদণ্ড’। আজ ২৮শে অক্টোবর, সাকিবের শাস্তির মেয়াদের শেষদিন। কাল থেকে শিকলমুক্ত সাকিবের ‘ব্যাট-বল’।

খুলনা বিভাগের মাগুরা জেলায় জন্ম সাকিবের। সেখান থেকে বিকেএসপি’র গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বমঞ্চে। তবে ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে ব্যক্তিগত বিতর্কও সঙ্গী হয়েছে সাকিবের। কখনো দর্শক পিটিয়ে আবার কখনো বিসিবি’র সঙ্গে বিবাদে জড়িয়ে হয়েছেন নিষিদ্ধ। সব শেষ গেল বছর ২১শে অক্টোবর সাকিবের নেতৃত্বে মিরপুর শেরেবাংলা মাঠে দেশের সব ক্রিকেটার আন্দোলনের ডাক দেন। বিসিবি’র নানা অনিয়ম তুলে ধরে ক্রিকেটাররা সাকিবের নেতৃত্বে ১৩ দফা দাবি তুলেছিলেন। দাবি না মানলে ক্রিকেট না খেলার ঘোষণা দেন ক্রিকেটাররা। বিসিবি সব দাবি মেনে নিতে রাজি হয় শেষতক। কিন্তু এরপরই শোনা যাচ্ছিল নিষিদ্ধ হচ্ছেন সাকিব। অনেকেই ধরে নিয়েছিলেন আন্দোলনের কারণে সাকিবকে নিয়ে ষড়যন্ত্র করছে বিসিবি! কিন্তু না, জানা গেল জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০১৮ সালে চার মাসের মধ্যে তিনবার জুয়াড়ির সঙ্গে কথা হলেও তা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছ থেকে গোপন রাখেন সাকিব। সাকিবের নিষেধাজ্ঞার সংবাদ শুধু বাংলাদেশ নয়, নাড়িয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্বকেই।

গেল বছর ২৯শে অক্টোবর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২০২০ সালের ২৮শে আক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না সাকিব। যদিও পরে জানা যায় সাকিব আগে থেকেই জানতেন এমনটা তার সঙ্গে হতে যাচ্ছে। কারণ আইসিসি জানায় সাকিব অপরাধ ও শাস্তি দু’টোই মেনে নেন। সাকিবের বক্তব্যেও তা স্পষ্ট হয়। নিষিদ্ধ হওয়ার পর সাকিব বলেছিলেন, ‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তদের মতো আমিও চাই ক্রিকেট দুর্নীতিমুক্ত থাকুক এবং আমি আইসিসি’র আকসুর সঙ্গে শিক্ষা কর্মসূচিতে কাজ করতে চাই। নিশ্চিত করতে চাই কোনো তরুণ খেলোয়াড় যেন আমার মতো ভুল না করে।’   
ফিরে আসার লড়াই
নিষিদ্ধ হওয়ার পর সাকিব পাড়ি জমান যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে।
তবে দেশে এসেছেন বেশ কয়েকবার। সবশেষ তিনি দেশে এসেছিলেন শ্রীলঙ্কা সফর সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে। অক্টোবরে শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এই সিরিজের দ্বিতীয় অথবা শেষ ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব। কিন্তু সেই সিরিজ স্থগিত হয়ে যায়। বিকেএসপিতে দুই সাবেক গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে লম্বা সময় অনুশীলন করে সাকিব চলতি মাসের শুরুতে ফিরে যান যুক্তরাষ্ট্রে। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার। ১৫ই নভেম্বর থেকে বিসিবি একটি টি-টোয়েন্টি লীগ শুরু করার ঘোষণা দিয়েছে। সেখানে খেলবেন সাকিব আল হাসান।
করোনা তার শাপে বর
সাকিব নিষিদ্ধ হওয়ার পর বেশ কয়েকটি সিরিজ ছিল বাংলাদেশ জাতীয় দলের। স্বাভাবিকভাবেই সেসবে অংশ নিতে পারতেন না তিনি। সবশেষ অক্টোবরে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু মার্চ থেকে করোনা মহামারি ছড়িয়ে পড়লে ক্রিকেট স্থগিত হয়ে যায়। অস্ট্রেলিয়াও বাধ্য হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করতে। করোনা তাই সাকিবের জন্য ‘শাপে বর’ হয়েছে। তবে গত নভেম্বরে ভারতে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। এরপর দেশের হয়ে পাকিস্তান ও জিম্বাবুয়ে সফরেও ছিলেন না তিনি। সবমিলিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার অপেক্ষা বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status