খেলা

মেসি-রোনালদো মহারণ কি দেখা যাবে আজ!

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৮:১৩ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আজ ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস-বার্সেলোনা। এই ম্যাচের মূল আকর্ষণ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। কিন্তু রোনালদো খেলতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। ম্যাচের ২৪ ঘণ্টা আগে করোনা টেস্টের ফল নেগেটিভ এলেই মেসির বিপক্ষে নামতে পারবেন তিনি। তা না হলে ৮ই ডিসেম্বর ন্যু ক্যাম্পের ফিরতি লেগের জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। জুভেন্টাসের হয়ে সিরি আ’য় প্রথম দুই ম্যাচে তিন গোল করেছিলেন রোনালদো। তারপর আন্তর্জাতিক ডিউটি পালন করতে গিয়ে আক্রান্ত হন করোনায়। উয়েফা চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি তার দখলে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে মোট ১৩০ গোল করেছেন তিনি। এর মধ্যে জুভেদের হয়ে তার গোল ১০টি। অন্যদিকে, বার্সেলোনার জার্সিতে ১১৬ গোল নিয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। তবে মুখোমুখি লড়াইয়ে ২২ গোল নিয়ে এগিয়ে তিনি। রোনালদো করেছেন ১৯ গোল। রোনালদোর বিপক্ষে জয়-পরাজয়ের পরিসংখ্যানেও এগিয়ে মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ৩৫ দেখায় কুড়ান ১৬ জয়। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর জয় ১০টি, ড্র হয়েছে ৯টি ম্যাচ। চ্যাম্পিয়নস লীগে ইতিপূর্বে পাঁচবার মুখোমুখি হন মেসি- রোনালদো। সবশেষ ২০১১’র সেমিফাইনালে। সেবার রোনালদোর রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারায় মেসির বার্সেলোনা। প্রথম লেগে জোড়া গোল করেছিলেন মেসি। এর আগে ২০০৯-এ রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপসেরার খেতাব জেতে বার্সেলোনা। ওই ম্যাচেও একটি গোল করেছিলেন মেসি। চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইনের। ৬ ম্যাচে করেছেন ২ গোল ও ৩ অ্যাসিস্ট। তবে দু’টি গোলই পেনাল্টি থেকে। গত রোববার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ব্যর্থ হন মেসি। ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয় বার্সেলোনা। জুভেন্টাসের মাঠে বার্সার সম্প্রতিক রেকর্ড ভালো নয়। তুরিনে চ্যাম্পিয়নস লীগের শেষ ৬ ম্যাচে জয় দেখেনি কাতালান জায়ান্টরা (৩ হার, ৩ ড্র)। জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো চলতি মৌসুমে অপরাজিত। বার্সেলোনাকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবেন তিনি। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লীগের ফাইনালটাই ছিল জুভেন্টাসের জার্সিতে ‘খেলোয়াড়’ পিরলোর শেষ ম্যাচ।
ওই ম্যাচে বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয় জুভেন্টাস। ১৯৯৬ সালে দ্বিতীয় শিরোপার জয়ের পর সাত-সাতবার  চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওঠে ব্যর্থ হয়েছে ইতালিয়ান জায়ান্টরা। শেষ পর্যন্ত রোনালদো খেলতে না পারলে আজ বার্সার বিপক্ষে আলভারো মোরাতা ও পাওলো দিবালাই হবেন পিরলোর প্রধান অস্ত্র। স্প্যানিয়ার্ড মোরতার জোড়া গোলে ডাইনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে জুভেন্টাস। মেসি, আনসু ফাতি, ফিলিপে কুটিনহোদের নৈপুণ্যে বার্সেলোনা প্রথম ম্যাচে ফেরেঞ্চভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। তবে ওই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকে। স্বাভাবিকভাবেই আজ খেলতে পারবেন না তিনি। তাছাড়া হ্যামস্ট্রিং চোটের কারণে ইনফর্ম কুটিনহোও ছিটকে গেছেন তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status