বাংলারজমিন

সাভারে স্কুল কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৮:০০ পূর্বাহ্ন

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী স্কুল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। মঙ্গলবার সকালে দুই হত্যাকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার উনু মং। এর আগে, সোমবার রাতে সাভারের রাজাসন এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে তাদেরকে গ্রেপ্তার করেন র‌্যাব-৪ এর উপ-পরিদর্শক কাইসার মাতুব্বর। গ্রেপ্তারকৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (৩০) ও সাভারের ডগরমোরা এলাকার রনি (৪৮)। র‌্যাব-৪ জানায়, গত শনিবার ২৪ অক্টোবর ভোরে রাজশাহী থেকে বাসে সাভারের সিআরপি রোড এলাকায় নামেন স্কুল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা অর্থ ও মোবাইল ফোন নিতে গেলে মোস্তাফিজুর বাঁধা দেয়। পরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে মোবাইলফোন, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অনু মং বলেন, রনি ও আজাদ শরীফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা ছিনতাইসহ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। এঘটনায় তারা ৪ জন জড়িত থাকার কথা জানিয়েছে। বাকী দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status