বাংলারজমিন

বান্দরবানে ৬ কোটি টাকার ১৩টি প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৭:২৪ পূর্বাহ্ন

পার্বত্য এলাকার মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার- এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি। তিনি আরো বলেন, পার্বত্য এলাকা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে পাহাড়ের প্রতিটা উপজেলা থেকে শুরু করে প্রতিটা গ্রামে গ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সর্বত্র সুফল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার। গতকাল সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনকালে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি। এ সময় পার্বত্যমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি  টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন। পরে আজিজনগর বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন অর রশীদ, পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের সহকারী প্রকৌশলী মো. মুজিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status