বাংলারজমিন

পাকুন্দিয়ায় নৌকা বাইচ দেখতে জনতার ঢল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, বুধবার, ৭:২৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের মধুমতি বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সৌদি আরব প্রবাসী মো. শাহাব উদ্দিনের সৌজন্য এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকা বাইচ এখন অনেক কমে গেছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া নৌকা বাইচকে ঘিরে বিলের দু’পাশে হাজারো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। চিরায়ত গ্রামবাংলার এ নৌকা বাইচ উপভোগ করতে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধা সবাই ভিড় জমান। বেলা সাড়ে ৩টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মো. ফজলুল করিম মুর্শিদ। বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম তাইজ উদ্দিনের সভাপতিতে ও মঠখোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হাসান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ব্যাংক লিমিটেড মঠখোলা শাখার ব্যবস্থাপক মো. নাজির হোসেন, মঠখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. এখলাছ উদ্দিন ও দ্বীন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬টি নৌকাদল অংশ নেয়। চারটি ধাপে চারটি নৌকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩২ ইঞ্চি এলইডি রঙিন টিভি, তৃতীয় স্থান অর্জনকারী দলকে ২১ ইঞ্চি এলইডি রঙিন টিভি ও চতুর্থ স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status