খেলা

খেলার মাঠেই মৃত্যুর কোলে ক্রীড়া সাংবাদিক মোস্তাক

স্পোর্টস রিপোর্টার

২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৫:৫২ পূর্বাহ্ন

খেলার মাঠে মোস্তাক আহমেদ খানের ছিল নিত্য পদচারণা। সাংবাদিক হিসেবে প্রায় প্রতিদিনই আসতেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আজ (মঙ্গলবার) খেলার মাঠে এসেছিলেন, খেলা কাভার করতে নয় নিজে খেলতে। আর সেখান থেকেই চলে গেলেন না ফেরার দেশে। সতীর্থরা তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)।
মোস্তাক আহমেদ বিডি স্পোর্টস ডটকমে কাজ করতেন। ৫৫ বছর বয়সী সদালাপী এই ক্রীড়া সাংবাদিক ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)-এর সদস্য। ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনের বার্ষিক ক্রীড়া আসর স্পোর্টস কার্নিভালে অংশ নিতে আসেন মোস্তাক। আজ (মঙ্গলবার) ব্যাডমিন্টনের উডেন ফ্লোরে খেলায় নামেন তিনি। এককে হন রানার্সআপ। দ্বৈতের খেলা চলাকালীন হঠাৎ মাটিতে পড়ে যান। সতীর্থরা তাকে সঙ্গে সঙ্গে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানান, বেঁচে নেই মোস্তাক।
উৎসবের মেজাজ নিয়ে শুরু হওয়া স্পোর্টস কার্নিভালে মুহূর্তেই শোকের মাতম। স্টেডিয়ামের প্রিয়মুখ মোস্তাক আহমেদের আকস্মিক মৃত্যুতে সতীর্থ সাংবাদিকরা কান্নায় ভেঙে পড়েন। স্থগিত করা হয় স্পোর্টস কার্নিভাল। এশার নামাজ শেষে যাত্রাবাড়ী কবরস্থানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কুমিল্লায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে সমাহিত করা হবে মোস্তাককে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছিপছিপে গড়নের মোস্তাক আহমেদ খান ডায়াবেটিস এবং লো প্রেসারে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসপিএর সভাপতি ও সাধারণ সম্পাদক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status