বিশ্বজমিন

অভিবাসন গন্তব্যের বৈশ্বিক তালিকায় সবার পেছনে ভারত ও কুয়েত

মানবজমিন ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ২:২৩ পূর্বাহ্ন

স্থায়ী অভিবাসনের গন্তব্য হিসেবে মধ্যপ্রাচ্যে সবার থেকে পিছিয়ে রয়েছে কুয়েত। বৈশ্বিক তালিকায় দেশটি রয়েছে শেষ দিক থেকে দুই নম্বরে। বিশ্বজুড়ে ৬০টি দেশের মধ্যে জরিপ চালিয়ে এ তালিকা প্রণয়ন করেছে ইন্টারন্যাশনস ইন্টারন্যাশনাল। এ খবর দিয়েছে আরব টাইমস।

এই তালিকায় সর্বশেষ অর্থাৎ ৬০ নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সবশেষ তিন দেশের মধ্যে রয়েছে মিশর (৫৮তম) ও কুয়েত (৫৯তম)। তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যেমন ওমান (২১তম), সংযুক্ত আরব আমিরাত (২২তম), ইসরাইল (২৩তম), বাহরাইন (২৯তম), তুরস্ক (৪২তম) এবং সৌদি আরব (৪৯তম) থেকে পিছিয়ে আছে। এ বছর র্যা কিংয়ে সৌদি ও তুরস্কের সামান্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আরব টাইমস।

তালিকায় সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড। এরপরেই রয়েছে সুইডেন ও নরওয়ে। প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড, জার্মানি, কানাডা ও লুক্সেমবার্গ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status