খেলা

এবার চ্যাম্পিয়ন্স লীগে ছন্দে ফেরার চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক

২০২০-১০-২৭

ছন্নছাড়া ফুটবলে টানা দুই ম্যাচে হার। লা লিগায় কাদিজের কাছে এবং চ্যাম্পিয়ন্স লীগে ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের কাছে হারে রিয়াল মাদ্রিদ। তাও ছিল করোনায় ভুগতে থাকা শাখতারের দ্বিতীয় সারির দল।  তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গত শনিবার এল ক্লাসিকোয় দাপুটে ফুটবল উপহার দেয় জিনেদিন জিদানের দল। বার্সেলোনাকে তাদের মাঠে হারায় ৩-১ ব্যবধানে। আজ লস ব্লাঙ্কোসদের সামনে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
এল ক্লাসিকো জিতে কোচ জিনেদিন জিদানের চাপ কেটে গেলেও চিন্তা কমেনি। জার্মানিতে আজ কঠিন পরীক্ষাই দিতে হবে চ্যাম্পিয়নস লীগে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের। গ্লাডবাখ আগের ম্যাচে প্রায় হারিয়েই দিয়েছিল ইন্টার মিলানকে। শেষ মিনিটে রোমেলু লুকাকুর গোলে ঘরের মাঠে গ্লাডবাখের বিপক্ষে হার এড়ায় ইন্টার। কখনো চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব পেরোতে না পারা মনশেনগ্লাডবাখ নিজেদের মাঠে বেশ শক্ত প্রতিপক্ষ । গত মৌসুম থেকে এখনো পর্যন্ত ঘরের মাঠে জার্মান বুন্দেসলিগার দলগুলোর মধ্যে দ্বিতীয় সেরা তারা। নিজেদের বরুশিয়া পার্ক স্টেডিয়ামে সম্ভাব্য ৫১ পয়েন্টের মধ্যে ৩৮ পয়েন্ট (১২ জয়, ২ ড্র ও ৩ হার) পেয়েছে গ্লাডবাখ। সবচেয়ে বেশি ৪১ পয়েন্ট পাওয়া দল বায়ার্ন মিউনিখ। বড় দলের বিপক্ষে ঘরের মাঠে বেশ উজ্জ্বল গ্লাডবাখ। গত মৌসুমে ইউরোপা লীগে এএস রোমাকে ২-১ গোলে হারায় তারা। ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লীগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছিল জার্মান দলটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে গ্লাডবাখের সঙ্গে রিয়াল মুখোমুখি হয়েছে চারবার। দু’দলই জিতেছে এক ম্যাচ করে। বাকি দুই ম্যাচ ড্র। ম্যাচগুলো হয়েছে ৭০ ও ৮০’র দশকে। লম্বা সময় পর আবারো মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। জার্মান ক্লাবটির মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত ৩০শে সেপ্টেম্বর ইনজুরিতে পড়া এডেন হ্যাজার্ড দলে ফিরেছেন। ২৯ বছর বয়সী এই বেলজিক ফরোয়ার্ড চলতি মৌসুমে এখনো খেলেননি কোনো ম্যাচ। গ্লাডবাখের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রিয়ালের জার্সিতে ২২ ম্যাচ খেলা হ্যাজার্ডের। ‘বি’ গ্রুপে এক ম্যাচ খেলে পয়েন্টশূন্য রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে জিনেদিন জিদানের দলকে হারিয়ে চমক দেখানো ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্ক আজ আতিথ্য দেবে ইন্টার মিলানকে। এ ম্যাচে আলাদা নজর থাকবে রোমেলু লুকাকুর ওপর। দারুণ ছন্দে থাকা ইন্টারের বেলজিক স্ট্রাইকার চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ৭ গোল। গত মৌসুমে শাখতারের বিপক্ষে ইউরোপা লীগের সেমিফাইনালে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন লুকাকু।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status