খেলা

সিরি আ’র একই ম্যাচে প্রতিপক্ষ দুই ভাইয়ের গোল

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৮:৩৬ পূর্বাহ্ন

একই ম্যাচে ভিন্ন দলের হয়ে গোল পেলেন আপন দুই ভাই রবার্তো ইনসিনিয়ে ও লরেঞ্জো ইনসিনিয়ে। ইতালিয়ান সিরি আ ফুটবল আসরে রোববার বেনোভেন্তোর মাঠে ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় বড় ভাই লরেঞ্জোর দল নাপোলি। ম্যাচের ৩০তম মিনিটে দারুণ গোলে স্বাগতিকদের এগিয়ে নেন গত বছর নাপোলি ছেড়ে যাওয়া ২৬ বছর বয়সী রবার্তো। ৩০ মিনিট পর গোল শোধ দেন  তিন বছরের বড় লরেঞ্জো। পরে আন্দ্রেয়া পেতানিয়ার গোলে জয় পায় নাপোলি।
ম্যাচ শেষে একে অন্যকে অভিবাদন জানান দুই ভাই। নাপোলির হয়ে ৩৫২ ম্যাচ খেলা লরেঞ্জো মজা করে বলেন, ‘ম্যাচ শেষে আমি তাকে বলেছি, তার চেয়ে আমার বাম পা বেশি ভালো। আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম, কারণ আমাদের পরিবারের জন্য দিনটা রোমাঞ্চকর। গোল করতে পেরে আমি খুশি। ভাইকে অভিনন্দনও জানিয়েছি।’
বড় ভাই ও সাবেক ক্লাবের বিপক্ষে গোল করায় রবার্তোর মিশ্র অনুভূতি। ম্যাচ শেষে রবার্তো ইনসিনিয়ে বলেন, ‘আমি খুব খুশি। তবে সিরি আয় আমার প্রথম গোল ভাইয়ের বিপক্ষে হওয়ায় একটু খারাপও লাগছে। আমার জন্মের শহরের দল নাপোলি ও আমার ভাইয়ের বিপক্ষে খেলার অনুভূতিটা দারুণ। তবে ম্যাচের ফল নিয়ে আমাদের মন খারাপ।’
পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বেনেভেন্তো। আসরে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে এসি মিলান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status