শিক্ষাঙ্গন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি পরীক্ষা

‘শুধুমাত্র একটি উপায়ে প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব’ (ভিডিও)

স্টাফ রিপোর্টার

২৬ অক্টোবর ২০২০, সোমবার, ৭:৪৪ পূর্বাহ্ন

করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এরইমধ্যে বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এসব শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন প্রশ্ন উঠেছে কিভাবে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এরই মধ্যে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা (ভিসি) অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে নানা শঙ্কা। প্রশ্ন উঠছে প্রশ্ন ফাঁস, প্রকৃত মেধাবীদের সুযোগ পাচ্ছে কিনাসহ গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন কিনা?

মানবজমিন লাইভ ‘না বলা কথা’য় অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোবাইল বেইজড সফটওয়্যার ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন’ এর উদ্ভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এই সফটওয়্যারের মাধ্যমে এবারের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেবার পরিকল্পনা চলছে।

দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার পিয়াস সরকারের সঞ্চালনায় লাইভে তিনি অনলাইনে এই ভর্তি পরীক্ষার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আমরা শিক্ষার্থীদের একটা পরীক্ষা নিয়েছিলাম। তাদের বলেছি তোমাদের এই পরীক্ষায় কাজ শুধু মাত্র নকল করা। আমরা সব নকল ধরতে সক্ষম হয়েছি। তবে শুধু মাত্র এক উপায়ে প্রশ্ন ফাঁস করা সম্ভব।

বিস্তারিত ভিডিওতে...

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status