খেলা

সেঞ্চুরিতে আস্থার প্রতিদান স্টোকসের, রেকর্ডগড়া জয় রাজস্থানের

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২০, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

চলতি আইপিএলে আগের পাঁচ ম্যাচে ব্যাট হাতে বেন স্টোকসের সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের। তবে ইংলিশ অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছিল রাজস্থান রয়্যালস। স্টোকস আস্থার প্রতিদান দিলেন নিজের ষষ্ঠ ম্যাচে। গতকাল আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে জিতিয়েছেন দলকে।

ওপেনিংয়ে নামা স্টোকস ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যাতে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কার মার। চারে নামা সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৩১ বলে অপরাজিত ৫৪ রান। ৪ বাউন্ডারির সঙ্গে ৩টি ওভার বাউন্ডারি হাঁকান স্যামসন। তৃতীয় উইকেটে স্টোকস-স্যামসনের অবিচ্ছিন্ন ১৫২ রানের জুটিতে মুম্বইয়ের দেয়া ১৯৬ রানের লক্ষ্যটা রাজস্থান পেরিয়ে যায় ১৮.২ ওভারে ৮ উইকেট হাতে রেখে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০১৮তে দিল্লি ডেয়ারডেভিলস জিতেছিল ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে।

এর আগে ওপেনার ইশান কিষাণের ৩৭, সূর্যকুমার যাদবের ২৬ বলে ৪০, সৌরভ তিওয়ারির ২৫ বলে ৩৪ এবং হার্ডিক পান্ডিয়ার ২১ বলে ৬০* রানের বিস্ফোরক ইনিংসে ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে মুম্বই। দিল্লির হয়ে জফরা আর্চার ও শ্রেয়াস গোপাল নেন ২টি করে ‍উইকেট।

এই জয়েও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।  ১২ ম্যাচে স্টিভ স্মিথের দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান পয়েন্ট  নিয়েও রানরেটে এগিয়ে থাকায় কিংস ইলেভেন পাঞ্জাব রয়েছে পঞ্চম স্থানে। ১২ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স চতুর্থ স্থানে। আর ১১ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।  

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status