শেষের পাতা

আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার পাশে থাকতে মিশরের প্রতি আহ্বান ঢাকার

কূটনৈতিক রিপোর্টার

২৬ অক্টোবর ২০২০, সোমবার, ৯:৫৪ পূর্বাহ্ন

মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসির সদস্য হিসেবে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে গাম্বিয়ার পাশে থাকতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন বিদায়ী সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে মিশরের সমর্থন অব্যাহত থাকবে বলে দেশটির রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ও মিশরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এক্ষেত্রে দু’দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। তিনি মিশরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। এ ছাড়া তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশিদের মিশর কাজে লাগাতে পারবে বলে মন্ত্রী উল্লেখ করেন। ড. মোমেন বাংলাদেশে পেট্রো- কেমিক্যাল শিল্প স্থাপনের অনুরোধ করলে এ বিষয়ে মিশর আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত। এ সময় মিশরের দূত জানান, সে দেশের আলেকজান্দ্রিয়া অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের দু’জন বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন। মিশরের পিয়াজ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে বলে ওয়ালিদ আহমেদ সামসেলদিন উল্লেখ করেন। এ সময় দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি মতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের মিশর সফরের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই বিবেচনায় ভ্রাতৃপ্রতিম দু’দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি রয়েছে। মিশরে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ আছে। ঢাকায় আগামী ডি-৮ সম্মেলনে মিশরের প্রেসিডেন্টের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status