শেষের পাতা

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের কার্যকর সহায়তা চায় বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার

২৫ অক্টোবর ২০২০, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

বর্মীদের বর্বরতা থেকে প্রাণে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অস্থায়ী আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের আদি নিবাস রাখাইনে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিতে জাপানের কার্যকর সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ মনে করে মিয়ানমারে প্রচুর বিনিয়োগ থাকা জাপান সরকার তার ‘গুড অফিস’ ব্যবহার অং সান সু’চি সরকারের প্রতি প্রচ্ছন্ন চাপ তৈরি করতে পারে, যাতে মিয়ানমার তার বাস্তুচ্যুত নাগরিকদের রাখাইনে দ্রুত ফিরিয়ে নেয়। রাখাইনে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি এবং জনবহুল বাংলাদেশের ঘাড়ে চেপে বসা ১১ লাখ রোহিঙ্গার বাড়তি বোঝা লাঘবে ঢাকা এবং নেপি’ড ‘উভয়ের বন্ধু’ টোকিও এগিয়ে আসতে পারে। গতকাল ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাকি ইতো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ঢাকার তরফে এ নিয়ে জাপানের সম্পৃক্ততা প্রত্যাশা করা হয়। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে মন্ত্রী রোহিঙ্গা সংকটের সর্বশেষ আপডেট জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাপানের সত্যিকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরিতে জাপানের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেছেন। জবাবে জাপানের রাষ্ট্রদূত নাকি ইতো মিয়ানমারে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরে জাপানের পক্ষ থেকে মিয়ানমারকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ ছাড়া তিনি আশ্বস্ত করে বলেন, জাপান রোহিঙ্গা সংকট সমাধানে ক্রমাগত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে। গত ২২শে অক্টোবর অনুষ্ঠিত রোহিঙ্গাদের সহায়তায় অনুষ্ঠিত দাতা দেশ ও সংস্থার সম্মেলনেও জাপান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আলাপে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানান। উভয়েই বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপনের ব্যাপারে একমত হন। পররাষ্ট্রমন্ত্রী জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশের অবস্থাকে ব্যবসাবান্ধব ও বৈশ্বিক বাজারের সঙ্গে কৌশলগতভাবে যুক্ত হওয়ার সম্ভাবনাময় বলে উল্লেখ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status