বাংলারজমিন

চাঁদপুরে জেলেদের হামলায় ২৫ পুলিশ কর্মকর্তা আহত

চাঁদপুর প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২০, সোমবার, ৮:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিচালনা কালে লক্ষ্মীরচরে পুলিশের ওপর জেলেদের অতর্কিত হামলায় নৌ-পুলিশের এএসপি মো. হেলাল উদ্দীনসহ ২৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার মেঘনা নদীর লক্ষ্মীরচরে এ ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  
নৌ-পুলিশের পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রমে অংশ নিতে ১০০ জনের নৌ-পুলিশ সদস্য নিয়ে ঢাকা হেডকোয়ার্টার থেকে চাঁদপুর আসি। সারারাত অভিযান পরিচালনা করি। গতকাল সকাল সাড়ে ১০টায় লক্ষীরচরে অবস্থান করাকালে জেলেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে রক্ষা পেতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ি। এ সময়  নৌ-পুলিশের এএসপিসহ ২৫ পুলিশ সদস্য আহত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status