বাংলারজমিন

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২০, সোমবার, ৮:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা সদরে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে আন্দোলনে নেমেছেন জেলা সদরের মানুষজন। মন্ত্রিসভায় অনুমোদিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে গতকাল বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের আলফাত স্কয়ারে ‘সুনামগঞ্জবাসীর’ উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য  ও বিরোধীদলের হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, হাওর অধ্যুষিত প্রান্তিক জেলা সুনামগঞ্জের মানুষের জন্য প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, সবগুলো প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা সদরকে বঞ্চিত করে শান্তিগঞ্জ উপজেলার দুই কিলোমিটার আয়তনের মধ্যে এতগুলো প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ রহস্যজনক। সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সুনামগঞ্জের সব মত ও পথের মানুষ আজ এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন। আমরা আমাদের আস্থার জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে আজ সমবেত হয়েছি। হাওরের সমস্ত মানুষের সুবিধার জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি যেনো সুনামগঞ্জ সদরে স্থাপিত হয়। দাবির সঙ্গে একাত্মতা জানাতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন। একপর্যায়ে মানববন্ধন জনসমাবেশে রূপ নেয়। প্রতিবাদী মানুষের পদভারে ভরে ওঠে গোটা ট্রাফিক পয়েন্ট এলাকা। মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাওর আন্দোলনের নেতা মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম সমছু, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পদক জুবের আহমদ অপু, জাপা নেতা আব্দুর রশিদ, মানবাধিকার আন্দোলন  নেতা ফজলুল হক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status