বাংলারজমিন

মৃত মানুষও পেলো পাট চাষের প্রণোদনা

ঝিনাইদহ প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২০, সোমবার, ৮:২০ পূর্বাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে আলতাফ হোসেন মারা গেছেন অনেক আগে। একই ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আতর আলীও পরপারে। ফকির আলীর ছেলে আনছার আলী সরকারী কর্মকর্তা। মৃত ছামেদ আলীর মেয়ে দুলি খাতুন ভিক্ষুক। অথচ তাদের নামে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে পাট বীজ ও সারের প্রণোদনার টাকা বিতরণ দেখানো হয়েছে। তারা মাস্টর রোলে স্বাক্ষর করে টাকাও তুলেছেন। নরেন্দ্রপুর গ্রামের আনছার আলী কৃষি কর্মকর্তা হিসেবে কোটচাঁদপুরে কর্মরত। পাট চাষিদের তালিকায় তার নাম দেখে তিনি বিস্মিত। তিনি জানান, ৩৩ বছরের চাকরি জীবনে আমার কোনো আবাদযোগ্য জমি ছিল না। তিনি জানান, এই নামে নরেন্দ্রপুর গ্রামে আরেকজন আছেন। তথ্য নিয়ে জানা গেছে, শুধু কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নেই নয়, পুরো জেলায় পাট চাষে সার ও বীজ ভর্তুকিতে ঘাপলাবাজীর অভিযোগ উঠেছে। মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা নয় এমন চাষির নাম ও চাষ হয় না এমন এলাকার কৃষকের নামও ভর্তুকির তালিকায় রয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা, মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় পাট চাষিদের তালিকা প্রণয়ন ও প্রণোদনার বীজ-সার বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ২৩৫ জন পাট চাষির তালিকা দেয়া হয়। এই তালিকায় মৃত ব্যক্তি ছাড়াও ভিক্ষুক ও ভূমিহীন মানুষের নাম রয়েছে। ইউপি সদস্যরা বলছেন, তালিকা প্রণয়ন ও বিতরণের সময় তাদের বলা হয়নি। ইউপি সদস্য আব্দুল লতিফ রিপন জানান, পাট বীজ ও সার বিতরণের খবর তিনি জানেন না। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রণি লস্কর জানান, অনেক সময় হঠাৎ করে তালিকা চাওয়া হলে দ্রুত তালিকা পাঠাতে যাচাই-বাছাই করা সম্ভব হয় না। তাছাড়া আমরা যে তালিকা জমা দেই সে মোতাবেক বীজ ও সার দেয়া হয় না। ফলে অনেক কৃষক পায় আবার অনেকে পায় না। তিনি বলেন, আমি ব্যবসা বাণিজ্য করি। পরিশ্রম করে খাই। কৃষকদের এই ২/৫ কেজি সার বা বীজ মেরে খাওয়ার চেয়ারম্যান আমি নই। আমি হারাম টাকা আয় করার বিপক্ষে বলেও তিনি জানান। এদিকে গেল পাট মৌসুমে মহেশপুর উপজেলায় পৌরসভা ও ১২টি ইউনিয়নে উন্নতমানের পাট, পাটবীজ ও চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই হাজার আঠারো জন চাষিকে পাট অধিদপ্তর থেকে সহায়তা দেয়া হয়। চাষি প্রতি বরাদ্দ ছিল ৬ কেজি ইউরিয়া, টিএসপি ৩ কেজি ও এমওপি ৩ কেজি হারে। কিন্তু তালিকার প্রায় অর্ধেক চাষিই পাট চাষে জড়িত নয়। আর যারা জড়িত তাদের অর্ধেকই পাননি কোনো ভর্তুকির টাকা। মহেশপুরে ভর্তুকির তালিকায় ৭৬ নম্বরে থাকা মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিনুর রহমান জানান, আমার কোনো পাট চাষ নেই। তবুও ভর্তুকির তালিকায় কিভাবে নাম আসলো তা তো বলতে পারবো না। আর তালিকায় গ্রামের যাদের নাম দেখলাম তারা এই গ্রামের বাসিন্দা নন। বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের চাষি রবিউল ইসলাম জানান, আমাদের গ্রামে কোনো পাটের চাষ হয় না। আমরা সবাই ধান চাষ করি। নেপা ইউনিয়নের পাট চাষি শামীম হোসেন বলেন, আমার পাট চাষ রয়েছে। তবে কোনো ভর্তুকি পাইনি। কখন এসব আসে তাও জানিনা। মান্দারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিদুল ইসলাম বলেন, পরিস্থিতিই আমাদের এটা করিয়েছে। পাট কর্মকর্তার উপর দায় চাপিয়ে তিনি বলেন, পাট কর্মকর্তাকে বার বার বলা হলেও তিনি তালিকা ঠিক করেননি। এক্ষেত্রে আমার কিছুই করার নেই। বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জানান, তালিকা প্রণয়নের সময় আমি ছিলাম না। এই ভুল তালিকা কিভাবে উপজেলায় গেল তা বলতে পারবোনা। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অপু কুমার শিকদার জানান, আমি একা এখানে কর্মরত। সবদিক তদারকি করা আমার একার পক্ষে সম্ভব নয়। যে তালিকা পেয়েছি সেভাবে চেয়ারম্যানদের বলেছি সার বিতরণ করতে। ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী বিষয়টি নিয়ে বলছেন, এই অনিয়মের ব্যাপারে তিনি তথ্য পেয়েছেন। উপজেলা পর্যায়ের কমিটির সঙ্গে আলাপ করে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরো জানান, পুরো জেলায় প্রায় ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণের জন্য অর্থ বরাদ্দ হয়। এজন্য সরকার আনুমানিক ২৫ লাখ টাকা দেয়। তিনি গুরুতর অসুস্থ থাকায় অফিস করতে পারছেন না বলে জানান। মহেশপুর ভর্তুকি বিতরণ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্বতী শীল বলেন, স্থানীয় পর্যায়ে হয়তো তালিকা প্রণয়ণকারী ও বাছাই কমিটির কোনো স্বজনপ্রীতি থাকতে পারে। বিষয়টি আমি যখন জানতে পেরেছি, অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status