প্রথম পাতা

রোহিঙ্গা ইস্যু

মার্কিন মন্তব্য অসঙ্গত-চীনা দূতাবাস

কূটনৈতিক রিপোর্টার

২৫ অক্টোবর ২০২০, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকটের সমাধানে চীন খুব কম কাজ করেছে বলে সম্প্রতি ওয়াশিংটনের তরফে যে মন্তব্য করা হয়েছে তাকে ‘অসঙ্গত এবং গঠনমূলক নয়’- বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে চীন। ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়, সম্প্রতি ভারত ও বাংলাদেশ সফর শেষে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এটি দুর্ভাগ্যজনক যে, ‘চীন রোহিঙ্গা ইস্যুর সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে।’ বিগানের বাংলাদেশ সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে চীন দূতাবাস বলেছে, সবার প্রত্যাশা তারা সেদিকেই নজর দেবে। দূতাবাস মনে করে করে চীন-ভারত সীমান্ত সংঘাত, তাইওয়ান প্রণালিতে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরের সমস্যা এবং হংকংয়ের জাতীয় সুরক্ষা আইন প্রসঙ্গে ১৫ই অক্টোবর বিগান বাংলাদেশ ছাড়ার আগে বেইজিংয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এসব ইস্যুর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই দাবি করে চীন বলেছে, তাদের এহেন আচরণ কেবল কূটনৈতিক নীতিমালার লঙ্ঘন নয়, বরং সফরটির আয়োজক বাংলাদেশের প্রতি অশ্রদ্ধা। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। যাদের নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারও সাথে শত্রুতা নয়- এমনটি উল্লেখ করে দূতাবাস বলেছে, বিগানের ২০শে অক্টোবরের মন্তব্য কেবল এ রকম আচরণের ধারাবাহিকতা, যেখানে বাংলাদেশের গুরুতর উদ্বেগের বিষয় রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করা হয়েছে চীনের সমালোচনা এবং নিজের পক্ষপাতিত্ব প্রচার করতে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বিষয় বা সমস্যা নিয়ে আলোচনার (দ্বিপক্ষীয়) অনেক চ্যানেল রয়েছে দাবি করে বেইজিংয়ের তরফে বলা হয়- বিদ্যমান কূটনৈতিক চ্যানেলকে অগ্রাহ্য করে চীনের সম্মতি ছাড়া এসব ইস্যুতে তৃতীয় পক্ষকে টেনে আনা মার্কিন মন্ত্রীর উচিত হয়নি। চীন দূতাবাস জানায়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রীদের নিয়ে তিন দফা মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং কর্মপর্যায়ে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় পরামর্শ সভা করেছে চীন। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক এবং মানবিক প্রচেষ্টায় চীন সর্বদা তৎপর দাবি করে বলা হয়, সমাধান না পাওয়া পর্যন্ত চীনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status