বাংলারজমিন

লাশে কবর ভরপুর দাফন বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৫ অক্টোবর ২০২০, রবিবার, ৭:৩৬ পূর্বাহ্ন

জায়গা নেই ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রায় ২শ’ বছরের পুরনো শেরপুর কবরস্থানে। লাশ দাফন বন্ধ রয়েছে প্রায় ৬ মাস। কবরস্থানটির সামনে দেয়া হয়েছে নোটিশ। যাতে লেখা-‘কবরস্থানের জায়গা সংকুলান হচ্ছে না। কবর দিতে সমস্যা হইতেছে। তাই সকলের প্রতি অনুরোধ করা যাইতেছে যে, কবরস্থান উন্নয়ন করার জন্যে প্রতি কবরে দশ ট্রাকটর মাটি নগদে ব্যবস্থা করে কবর দিতে হইবে।’ -এমনি অবস্থায় কবরস্থানটির সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে গতকাল শহরের বিশিষ্ট নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্সে। এতে জানানো হয়, লাশে কবর ভরপুর হয়ে গেছে। রানাভাইরাসের সময় অনেক মৃতদেহ এখানে সমাহিত করা হয়। এখন নতুন কবর খুঁড়তে গেলে লাশ উঠে আসে। দেখা গেছে এক কবর খুঁড়তে গিয়ে লাশ পাওয়ায় আরো ৩টি কবর খুঁড়তে হয়। কিন্তু ওই তিন কবরেও লাশ পাওয়া যায়। এক লাশের ওপর আরেক লাশ কীভাবে দাফন হয়! সে কারণে আমরা এখানে লাশ দাফন বন্ধ রেখেছি। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্স সভাপতি তাজ মো. ইয়াছিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. আজিজুল হক, পৌরসভার প্যানেল মেয়র মুরাদ খান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূঁইয়া, বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার আবু সায়ীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। কমপ্লেক্সের খতিব মুফতি সাইফুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন। এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, পৌর কাউন্সির খবির উদ্দিন ও মিজানুর রহমান আনসারী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ। মীর শাহাবুদ্দিন (র:) ওয়াকফ এস্টেটের আওতাধীন এই কবরস্থানটির জায়গার পরিমাণ প্রায় ৫২ শতক। মাজার, মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন শহর বাইপাস সড়কের পাশের কবরস্থান শহরের মানুষের শেষ ঠিকানা হিসেবে পছন্দের। সে কারণে এখানে মরদেহ দাফনের চাপ রয়েছে। প্রতিদিনই ৫-৬টি মরদেহ আসে। কবরস্থানটি সম্প্রসারণে আশেপাশে আরো ৬২ শতক জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মতবিনিময় সভায় জানান শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্স সভাপতি তাজ মো. ইয়াছিন। এই জায়গা ক্রয়ে কয়েক কোটি টাকা প্রয়োজন বলেও জানান তিনি। কবরস্থানটি সম্প্রসারণে জায়গা ক্রয়ের অর্থের সংস্থানে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিদের অনেকে তাৎক্ষণিক তাদের সামর্থ্য অনুসারে নগদ অর্থ প্রদান করেন এবং পরবর্তীতে আরো দেয়ার প্রতিশ্রুতি দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status