বাংলারজমিন

বিএনপি নয়, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: প্রিন্স

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৫:১৪ পূর্বাহ্ন

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কানাগলি পথে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপি জনগণের দল। জনগণের অধিকার আদায়ের পাশাপাশি তাদের দুঃখ দুর্দশায় সব সময় তাদের পাশে থাকে। বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নিরপেক্ষ সসরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। তিনি আজ হালুয়াঘাট ও ধোবাউড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও রবিশষ্যের বীজ বিতরণকালে পৃথক কৃষক সমাবেশে এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কৃষক দল হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা শাখা পৃথক এ কর্মসূচি পালন করে। সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতি করে। আর আওয়ামী লীগ দুর্নীতিবাজ, লুটপাটকারী, ধর্ষক, নিপীড়কদের ওপর নির্ভর করে দুঃশাসন কায়েম করেছে। সাম্প্রতিক দুর্নীতি, ধর্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো অপকর্ম নাই যার সাথে আওয়ামী লীগ জড়িত নয়। তারা দেশকে অপরাধের নরক রাজ্যে পরিণত করেছে। আওয়ামী লীগের কর্মীরা আজ বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন।  তারা জনগণকে ভয় পায়। জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এ দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য গণআন্দোলনের বিকল্প নাই। সেই লক্ষ্যে সকল শ্রেনী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। হালুয়াঘাটের করুয়াপাড়া বাজারে জয়নাল আবেদীন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল বাশার আকন্দ, সদস্য সচিব মোহাম্মদ আলী, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা মিজানুর রহমান, কৃষক দল নেতা মইন উদ্দিন বাবুল, আনোয়ার হোসেন, আবুল কাশেম এবং ধোবাউড়ার বাসস্ট্যন্ডে নয়ন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেেেশ জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী, ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, কৃষক দল নেতা কাসম উদ্দিন, হাফিজ উদ্দিন, এমদাদুল হক, ছাত্রদল নেতা কামরুল হাসান সুমন প্রমুখ বক্তব্য রাখেন। দুই উপজেলায় ৫ শতাধিক কৃষকের মাঝে শসা, করলা, লালশাক, সিমসহ বিভিন্ন রবি শষ্যের বীজ ও পটাশ, টিএসপি সার বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status