অনলাইন

২০৩০ সালের মধ্যে সড়কে ৫০% মৃত্যু হ্রাসে বিশ্ব ব্যাংক ও ব্র্যাকের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার

২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৫:০২ পূর্বাহ্ন

বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতা এবং ২০৩০ সালের মধ্যে সড়কে ৫০ শতাংশ মৃত্যু কমিয়ে আনার জন্য সমঝোতা চুক্তি সই করেছে বিশ্ব ব্যাংক ও ব্র্যাক।

শনিবার অনলাইনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অংশগ্রহণের মধ্য দিয়ে এই চুক্তি সাক্ষর হয়।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ বিদেশ বিষয়ক কর্মকর্তা মেহেরিন আহমেদ মাহবুব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘সড়ক নিরাপত্তা সহযোগিতা: ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ হ্রাস’ শীর্ষক অনুষ্ঠানে অংশীদারিত্বের অংশ হিসেবে যশোর-ঝিনাইদহ ৪৮ কিলোমিটার করিডোরে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান চালুর ঘোষণা দেওয়া হয়।

এটি বিশ্ব ব্যাংকের উইকেয়ার প্রকল্পের পরিপূরক হিসেবে চলতি বছরের জুনে অনুমোদিত হয় এবং এর লক্ষ্য ছিল ভোমরা-সাতক্ষীরা-নাভারন এবং যশোর-ঝিনাইদহে বিদ্যমান দুই লেনের মহাসড়ককে চার লেনে উন্নীত করা।

গণপরিবহনে নারীদের সুরক্ষার উন্নয়ন, নারীসহ সব চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ব্র্যাক ও বিশ্ব ব্যাংক।

ব্র্যাকের ড্রাইভিং স্কুলের উদ্যোগ ‘চাকার পেছনের নারীরা’র মাধ্যমে ইতোমধ্যে ২১৪ জন নারীকে পেশাদার চালকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status