বিনোদন

জেলে যেতে তৈরি, বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

২৪ অক্টোবর ২০২০, শনিবার, ১০:৪০ পূর্বাহ্ন

কঙ্গনা রানাউত, তার বোন রঙ্গোলি চান্ডেলকে মুম্বই পুলিশের হাজিরার সমন পাঠানোর দিনকয়েকের মাথায় বলিউডের ‘কুইন’-এর বিরুদ্ধে আরও এক ফৌজদারি অভিযোগ দায়ের হল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে মুম্বই পুলিশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ওই ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন মহানগরীর জনৈক আইনজীবী। তার দাবি, কঙ্গনা দেশ, পুলিশ, বৈধ সরকারি কর্তৃপক্ষ, ভারতে কার্যকর আইন দ্বারা প্রতিষ্ঠিত যাবতীয় ক্ষমতা প্রয়োগকারী প্রশাসনযন্ত্রের অপমান করেছেন। কঙ্গনার বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতা ও বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোও রয়েছে। কঙ্গনা দেশের বিচারব্যবস্থা সম্পর্কে ঠাট্টা-তামাশা করেছেন বলেও অভিযোগ আবেদনকারীর। কঙ্গনা অবশ্য টুইটে এতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। লিখেছেন,  মোমবাতি মিছিল গ্যাং, পুরস্কার ফেরানো গ্যাং দেখে নাও, ফ্যাসিস্ত-বিরোধী প্রতিষ্ঠানের বিপ্লবীদের এটাই হয়। তোমাদের মতো নয়। তোমাদের কেউ প্রশ্নও করে না। আমাকে দেখো, আমি মহারাষ্ট্রের সত্যিকারের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়ছি। তোমাদের মতো জালিয়াত নই। আমার জীবনের একটা মানে আছে। জেলে যেতে তৈরি বলে জানিয়ে কঙ্গনা লেখেন, সাভারকর, নেতাজি ও ঝাঁসির রানির মতো লোকজনকে পূজা করি। আজ সরকার আমায় জেলে পাঠাতে চাইছে। এতে আমার সামনে কী কী রাস্তা আছে, সে ব্যাপারে আত্মবিশ্বাস তৈরি হয়। আমার যারা আদর্শ, তারা যে দুঃখ-কষ্ট সয়েছেন, সেই একই যন্ত্রণার মধ্য দিয়ে জেলে যেতে তৈরি আমি। এটা আমার জীবনে নতুন মাত্রা যোগ করবে। জয় হিন্দ। প্রসঙ্গত, বান্দ্রার এক আদালত গত সপ্তাহে মুম্বই পুলিশকে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়, আরেক ব্যক্তির দায়ের করা অভিযোগ সম্পর্কে কঙ্গনার টুইটের জন্য। কঙ্গনা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছিলেন ওই ব্যক্তি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status