প্রথম পাতা

শনাক্ত ১৫৮৬

২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৯:০৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৪ জনের ১২ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৬১ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৩ জন আর মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৬৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৮৫৭টি। নমুনা পরীক্ষা হয়েছে আগেরসহ ১৪ হাজার ১১৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ আর মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।
একদিনে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়স  বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৬০ বছরের উপরে রয়েছেন ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন এবং বাকি ২ জন রাজশাহী বিভাগের। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যোগ হয়েছেন ৭৬৬ জন আর একই সময়ে ছাড়া পেয়েছেন ৬৬৯ জন। মোট কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ২৮৬ জন আর এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৯ হাজার ৩১৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৯৬৮ জন। একই সময়ে আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৮৭ জন আর ছাড়া পেয়েছেন ২২৬ জন। আইসোলেশনে যুক্ত হয়েছেন মোট ৮৪ হাজার ৯৯৭ জন আর ছাড়া পেয়েছেন ৭২ হাজার ৮৮৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১১১ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৫৪ হাজার ৫৪৩টি। যা আগের দিনের চেয়ে ১২ হাজারের কিছু বেশি। এ পর্যন্ত মোট কল সংখ্যা ২ কোটি ২০ লাখ ৫ হাজার ৬১৫টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status