বাংলারজমিন

ডুমুরিয়ায় কৃষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৮:০৯ পূর্বাহ্ন

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের কৃষক অনাদী মণ্ডলের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকালে মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের সচেতন নাগরিকের ব্যানারে স্থানীয় দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত জোট সরকারের সময়ে মাগুরখালী ইউনিয়নে যে সকল চিহ্নিত সন্ত্রাসী এলাকায় খুন, ডাকাতি, ধর্ষণ, মাছের ঘের লুট ও পুলিশ সোর্স ছিল। ক্ষমতার বদল হলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আবারো তারা এলাকায় ফিরে ত্রাস সৃষ্টি শুরু করেছে। বর্তমান তারা ক্ষমতাশীন দলে ভিড়ে এলাকায় চাঁদাবাজি, নদী খাল দখল, সাধারণ মানুষের ওপর হামলাসহ এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছে। এরমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীও রয়েছে। ওই ইউনিয়নের প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় এলাকার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, মাদক মামলায় জড়িত বাবু মণ্ডল, শুভ মণ্ডল, সন্ত্রাসী সুব্রত মণ্ডল, সুকৃতি মণ্ডল ও ডাকাত প্রভাষ হালদার ওই সন্ত্রাসী বাহিনী চলতি মাসের ৩রা অক্টোবর সন্ধ্যায় ঝরঝরিয়ার চৌরাস্তার মোড়ে ফেলে স্থানীয় নিরীহ কৃষক অনাদী মণ্ডলের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ওই সন্ত্রসী বাহিনী। এলাকায় ওই সকল অপকর্ম এবং সন্ত্রাসী তাণ্ডবলীলা স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর ওপর পড়ে। যার কুফল বর্তমান সরকারের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। ওই সকল সন্ত্রাসীরা কোনো দলের নয়। দ্রুত ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় সাধারণ গ্রামবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুমার সরকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনোজ সরকার, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, আহত যুবকের কাকী আওয়ামী লীগ কর্মী নমিতা মণ্ডল, কৃষক লীগের নেতা বিবেক আনন্দ রায়, স্থানীয় মাদারতরা বাজার বণিক সমিতির সভাপতি পুলিন মণ্ডল, পঞ্চনন মণ্ডল, প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status