বাংলারজমিন

কখনো স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে থাকবো

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৮:০৯ পূর্বাহ্ন

সারাদিন পরিশ্রম করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে সংসার চলে। স্ত্রী-সন্তান নিয়ে একটি ঝুঁপড়ি ঘরে কোনো রকমে থাকতাম। কখনো স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে থাকবো। দিনমজুরি করে যেখানে নুন আনতে পানতা ফুরোয় সেখানে পাকাঘর তৈরি করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো একজন গরীবের খবর নিয়ে ঘর তৈরি করে দিয়েছেন এটা আমার জীবনে সেরা প্রাপ্তি। এই ঘরে নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো। মুজিববর্ষ উপলক্ষে ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে এই অভিমত ব্যক্ত করেন রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর আবদুল শুক্কুর। জানা যায়, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে সচিবরা নিজ অর্থে গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীর নিজ অর্থায়নে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের আবদুল শুক্কুরকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। গতকাল বেলা ১১টায় ঘরটির উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, কাউন্সিলর আজাদ হোসেন প্রমুখ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, কথার চেয়ে কাজ করাই ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। আর বঙ্গবন্ধু না হলে আমরা কেউই সচিব হতে পারতাম না। আর সে কারণেই মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে আমরা সকল সচিবরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status