বাংলারজমিন
মেহেরপুরে সমাজসেবা কর্মীকে কুপিয়ে হত্যা
মেহেরপুর প্রতিনিধি
২০২০-১০-২৪
মেহেরপুর শহরের থানা পাড়ায় সরকারি চাকরিজীবী শহর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক আহম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের সদর থানার পাশে এ ঘটনা ঘটে। নিহত ফারুক আহম্মেদ মেহেরপুর শহরের থানা পাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তার দুটি ছেলে সন্তান রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার এস.এম. মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানা পাড়ার মোড়ের একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে হত্যার তেমন কোনো কারণ এখনো বোঝা যায়নি। তদন্ত শেষে বোঝা যাবে। ইতিমধ্যে ঘটনার কারণ উদঘাটনে হত্যাকারীদের আটকের লক্ষ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
মেহেরপুর পুলিশ সুপার এস.এম. মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানা পাড়ার মোড়ের একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে হত্যার তেমন কোনো কারণ এখনো বোঝা যায়নি। তদন্ত শেষে বোঝা যাবে। ইতিমধ্যে ঘটনার কারণ উদঘাটনে হত্যাকারীদের আটকের লক্ষ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।