বাংলারজমিন
পদ্মায় নৌকাডুবি নিখোঁজ ২
বাংলারজমিন ডেস্ক
২০২০-১০-২৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলিকালচরের কাছে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি জেলে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে নৌকাটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে ৬ জন ছিলেন। বড় ৪ জন তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, বড়দের সঙ্গে জেলে পরিবারের ওই দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসও যায়।