খেলা

কলকাতা মোহামেডানের প্রস্তাব পছন্দ হয়েছে জামাল ভূঁইয়ার

স্পোর্টস রিপোর্টার

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ৪:৪৫ পূর্বাহ্ন

গত বুধবারই সাইফ স্পোর্টিং ক্লাব জানিয়েছিল, আগামী মৌসুমেও তাদের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া। কর্পোরেট ক্লাবটির সেই ঘোষণার দু্ইদিন পরই কলকাতার একটি দৈনিক পত্রিকা জানায়, কলকাতা মোহামেডানের হয়ে খেলতে আসছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের কলকাতা মোহামেডানে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঢেউ ওঠে। কলকাতা মোহামেডানের সঙ্গে জামালের আলোচনার গুঞ্জনের সত্যতা মিললো ক্লাবটির মিডিয়া অফিসার অজয় মজুমদারের সঙ্গে আলাপচারিতায়। দৈনিক মানবজমিনকে অজয় মজুমদার বলেন, ‘বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আলোচনা চলছে। কলকাতা মোহামেডানের দেয়া প্রাথমিক প্রস্তাব পছন্দ হয়েছে জামালের। সবকিছু ঠিক থাকলে আপাতত এক বছরের চুক্তি হবে।’

কলকাতা মোহামেডানের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন জামালের এজেন্ট নিলয় বিশ্বাস। মানবজমিনকে তিনি বলেন, ‘মাসিক সাত হাজার ডলারে এক বছরের জন্য চুক্তির আলোচনা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি।’ নিলয় বিশ্বাস কলকাতা মোহামেডানের সঙ্গে আলোচনার শুরুতে সবকিছু দেখভাল করছিলেন। এখন একজন ভারতীয় এজেন্টের মাধ্যমে আলোচনা চলছে জামালের।

পাঁচবছর পর কলকাতা মোহামেডান ভারতের আই লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গঠন করার প্রক্রিয়া চলছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটিতে। একজন হাই প্রোফাইল স্প্যানিশ কোচের সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান ক্লাবটির মিডিয়া অফিসার। আগামী ৩১শে অক্টোবর শেষ হবে আই লীগের দলবদল।

করোনা ভাইরাসের কারণে শুরুতেই বাতিল হয় বাংলাদেশের ২০১৯-২০ ফুটবল মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিদ্ধান্ত অনুযায়ী, গত মৌসুম বাতিল হওয়ায় নতুন মৌসুমে ফুটবলারদের খেলতে হবে পুরনো ক্লাবেই। সে হিসেবে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ জামাল। অজয় মজুমদার জানালেন ক্লাব বদলে সমস্যা হবে না বাংলাদেশ অধিনায়কের। তিনি বলেন, ‘এ বিষয়ে জামালের এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে। জামালের ক্লাব বদলে আপত্তি জানাবে না সাইফ স্পোর্টিং। নিশ্চিত করেছেন জামালের এজেন্ট।’

শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ২০১৭ সালে সাইফ স্পোর্টিংয়ে নাম লেখান জামাল ভূঁইয়া। ক্লাবটির জার্সিতে কাটিয়েছেন প্রায় চার বছর। বাংলাদেশের ফুটবলে একই ক্লাবে লম্বা সময় খেলার নজির খুবই কম। সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে ভারতীয় ফুটবলে পাড়ি জমাবেন কী না জানা যাবে ৩১শে অক্টোবরের মধ্যে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status