দেশ বিদেশ

‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯'

করোনা পরিস্থিতির জন্য আয়োজিত হচ্ছেনা গ্রান্ডফিনালে, সেরা ৫-এর সবাইকে বিজয়ী ঘোষণা করা হলো

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:৩১ পূর্বাহ্ন

দেশের সবচেয়ে বড় ফোকরিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা, শুরু হয়েছিলো এর তৃতীয় আসর। বাংলার বাউলগান দিয়ে সারা বিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগে পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আর আয়োজনে মাছরাঙা টেলিভিশন।

২৬ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত এই প্রতিযোগীতায় রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। সেখান থেকে সারাদেশে দীর্ঘ অডিশন ও সিলেকশনের মাধ্যমে মূলরাউন্ডে এসেছেন সেরা ২৬ জন।

তাদের গান শুনে বিচারকার্য করেছেন চন্দনা মজুমদার, শফিমন্ডল এবং ড. নাশিদ কামাল।

বিচারকদের বিচারে একে একে পাওয়া যায় সেরা পাঁচ প্রতিযোগীকে। তারা হলেন লালমনিরহাটের সিরাজামমুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়নশীল।

চ্যাম্পিয়ন বাছাই-এর প্রাক্কালে সারাবিশ্বে শুরু হয় কোভিড-১৯ এর প্রকোপ। থেমে যায় জনজীবন।

এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিচক্ষণ বিবেচনায় আড়ম্বরপূর্ণ গ্রান্ডফিনালে আয়োজন করা হচ্ছে না। ২২ অক্টোবর মাছরাঙা টেলিভিশনে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাজিকবাউলিয়ানা ২০১৯ এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো একজনকে নয়, সেরা পাঁচের সবাইকে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় আড়াইলক্ষ টাকার প্রাইজমানি এবংপাঁচজনের আলাদা আলাদা মিউজিকভিডিও নির্মাণ করে টিভি ও ইউটিউবে সম্প্রচার করার ঘোষণা দেওয়া হয়। তাদের সাথে মিউজিক ভিডিওতে গান গাইবেন জনপ্রিয় তারকারা।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জেসমিন জামান, সান কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ, মাছরাঙা টেলিভিশনের প্রোগ্রাম ইনচার্জ এ এম আরিফুর রহমান সহ সংশ্লিষ্ঠ ব্যাক্তিবর্গ।

ম্যাজিকবাউলিয়ানা-এর ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। রেডিওপার্টনার রেডিওদিন-রাত, ওয়ারড্রোব পার্টনার -বিশ্বরঙ। প্রেস পার্টনার- কালের কন্ঠ। অনলাইনমিডিয়াপার্টনার - Banglanews24.com সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স।

ম্যাজিকবাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানা-এর ওয়েবসাইট (www.magicbauliana.com.bd),ফেসবুক পেইজ (www.facebook.com/magic.bauliana) অথবা ফোনকরুন টোলফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০।

বিজ্ঞপ্তি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status