অনলাইন

করোনার কারণে  ইতালিতে হচ্ছে না দুর্গাপূজা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ১০:২৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব । সারাবিশ্বে মানুষের জীবনে ভয়াবহ সংকটের পাশাপাশি অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। করোনার কারণে ইতালিতে এবার ঘটা করে উদযাপন হচ্ছে না হিন্দুধর্মের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা।

পুরোপুরি নিয়ন্ত্রিত না হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে সরকারি নিয়মে স্বাস্থ্যবিধি  মেনে ছোট পরিসরে পালন করলেও ইতালিতে এবার পূজামণ্ডপে পালন করা হচ্ছে না দূর্গাপুজা। তাই এবছর পূজা হবে যার যায ঘরে থেকে এমনটাই জানিয়েছেন সনাতম ধর্মাবলম্বীরা।

মহামারী এই করোনা ভাইরাসের কারণে ঘটা করে দুর্গাপূজা আয়োজন  করতে না পারায় সনাতন ধর্মবলম্বীরা অনেকেই বেশ আশাহত। ইতালীর রাজধানী রোমে প্রতিবছর কয়কটি পূজামণ্ডপে নানা আয়োজনে, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতো সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজা। কিন্তু করোনার কারনে এবার পুজোমণ্ডপে হচ্ছে না এই উৎসব।

তারা মনে করেন, যত দিন না করোনার ভ্যাকসিন না আসছে ততদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। তাই এই অবস্থায় পূজামণ্ডপে বড় আয়োজন করা যাচ্ছে না এমনটাই জানিয়েছেন রোমে বসবাসরত পূজামণ্ডপের কর্তৃপক্ষ।

জানানো হয়েছে, যার যার বাসায় প্রতিমার ছবি সাজিয়ে, সেখানেই পূজা করার। এছাড়াও জানা গেছে, ডিজিটাল স্ট্রিমিং পদ্ধতিতে জুমকলের মাধ্যমে পূজা দেয়ার ব্যবস্থা করবে অনেকেই। এবং এই জুমকলের মাধ্যমে পালন করা হবে সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status