শেষের পাতা

গোলাম কিবরিয়াকে বদলি, সিলেটের নতুন কমিশনার নিশারুল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ৯:১৩ পূর্বাহ্ন

সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। তার স্থলে নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন ডিআইজি নিশারুল আরিফ। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের আরো ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়েছে। বদলির কারণ হিসেবে প্রজ্ঞাপনে ‘জনস্বার্থ’ উল্লেখ করে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি করা কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ  দেয়ার জন্য বলা হয়েছে। এদিকে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর উপ-পু?লিশ মহাপরিদর্শক ?নিশারুল আ?রিফকে সিলেট  মেট্রোপ?লিটন পু?লিশ ক?মিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে যোগদান করেছিলেন পুলিশ সদর দপ্তরের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) গোলাম কিবরিয়া। ওই বছরের ২৯শে ডিসেম্বর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট  মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরে তোলপাড় শুরু হয়। দায়িত্ব পালনকালে সাময়িক বরখাস্ত হওয়ার পর পালিয়ে যায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়া। এ ঘটনার পর সিলেট পুলিশকে নিয়ে নানা সমালোচনা দেখা দেয়। এর আগে সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ দু’টি ঘটনা সিলেটে ব্যাপকভাবে আলোচিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status