বাংলারজমিন

পুঠিয়া পৌরসভা নির্বাচন-

আগাম প্রচারণায় ডজন খানেক প্রার্থী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৫১ পূর্বাহ্ন

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচারে সরব হয়ে উঠেছেন। অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়, কর্মী সমাবেশ শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। পুঠিয়া পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ডজন খানেক সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোপনে চলছে তোড়জোড়। বিরোধীদল জাতীয় পার্টি ও জামায়াতের মেয়র প্রার্থীদের কোন প্রকার তৎপরতা দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়ন পেতে দোড় ঝাঁপ শুরু করেছেন।
আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন, বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসরাম রবি, রাজশাহী জেলা আ’লীগের সদস্য ও মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পুঠিয়া লস্করপুর ডিগ্রি কলেজের প্রভাষক শাহারিয়ার রহিম কনক, প্রথম শ্রেণীর ঠিকাদার,সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন লালন, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রলীগ নেতা ও মিডিয়া কর্মী সৌরভ হাবিব, সাবেক ছাত্রলীগ নেতা এবিএম শাখাওয়াত হোসেন (বাশার) ও বিশিষ্ট ব্যবসায়ী ইব্ররাহীম সরকার।

এছাড়ও বিএনপির মনোনয়ন দৌড়ে রয়েছেন, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল হক আসাদ, সাবেক পৌর যুবদলে সাধারণ সম্পাদক, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য বাবুল মিয়া, সাবেক উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খাঁন এবং সাবেক রাজশাহী জেলা ছাত্রদলে যুগ্ন-সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন। মনোনয়র প্রত্যাশীদের সকলেই জানিয়েছেন দলীয় মনোনয়ন পেলে তারা ভোট যুদ্ধে থাকবেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, আগামী ডিসেম্বর মাসে পুঠিয়া পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। আমারা মেয়াদ উত্তীর্ণের তালিকা পাঠিয়েছি। নির্বাচনে কমিশন তফসিল ঘোষনা করলে আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status