বাংলারজমিন

বগুড়ার মাদককারবারি জয়ের কবল থেকে মুক্তি চায় এলাকাবাসী

বগুড়া প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ৮:১৪ পূর্বাহ্ন

বগুড়ার একজন কুখ্যাত মাদককারবারির বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গত বুধবার সকালে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহালিদা গ্রামে এই মানববন্ধন হয়। এতে এলাকার প্রায় তিন হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় মাদককারবারি জাহিদ হাসান জয়ের কবল থেকে রক্ষা পেতে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। সেই সঙ্গে গাবতলী মডেল থানার পুলিশ কর্মকর্তাদের অসহযোগিতার কথাও জোরালো ভাবে বলেছেন তারা। এলাকার সাবেক একজন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোমিন বলেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে জয় এবং তার সহযোগীদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে থানায় লিখিত অভিযোগ দিলেও থানার পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। উল্টো গাবতলী মডেল থানার এসআই শওকত আলী তাদের বলেন, আপনারা জয়কে মাদকসহ ধরে দিন। আমরা হাতেনাতে মাদক না পেলে ধরবো না। অথচ জয়ের নামে থানায় মাদক মামলা আছে। এর আগে গ্রেপ্তারও হয়েছিলো। পুলিশের পক্ষ থেকে এমন কথা শুনে অনেকটা আস্থা হারিয়ে ফেলেন গ্রামবাসী।
উপায় না পেয়ে গত বুধবার পুরো এলাকার নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী জয় মাদকসহ নারীদের দিয়ে দেহ ব্যবসা করায়। এ ছাড়াও চাঁদাবাজি, ছিনতাইয়ের  সঙ্গেও জড়িত জয়। এলাকাবাসী এর আগে জয় এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরসহ অভিযোগ পত্র দিয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্যে এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল মোমিন আরো বলেন, নারী ব্যবসায়ী, চুরি, চাঁদাবাজ, ইভটিজিং, ছিনতাইকারী, সমাজের নিরাপত্তা বিঘ্নকারী ও সন্ত্রাসী জাতহালিদা গ্রামের শামিম মণ্ডলের ছেলে জাহিদ হাসান জয় (২৫), ইউনুছ আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে ফটু মিয়ার বিরুদ্ধে ১৯ পাতায় ২৭৪ জনের গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ ১১ই অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়। এর অনুলিপি গাবতলী মডেল থানার ওসিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। কোনো প্রতিকার না হওয়ায় উল্টো অভিযোগ প্রত্যাহার করার জন্য ঐ সকল অভিযুক্তরা গণস্বাক্ষরের পক্ষে স্বাক্ষর দেয়ায় আমার ছেলে আক্কাস আলীকে প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরো বলেন, নেপালতলী ইউনিয়নের দায়িত্বরত গাবতলী মডেল থানার এস আই শওকত আলীকে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের বিষয়ে কথা বললে, তিনি বলেন মাদকসহ এদের ধরিয়ে দিন। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার বিষয়টি জানাতে চাইলে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান মানবজমিনকে বলেন, জাহিদ হাসান জয় এলাকার একজন খারাপ ছেলে এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু মাদকসহ না পেলে আমরা তাকে গ্রেপ্তার করতে পারি না। এলাকাবাসী গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ দিয়েছে ঠিক, কিন্তু নির্দিষ্ট কোনো অপরাধের বর্ণনা তারা দেয়নি। স্পষ্ট অপরাধ কর্মের অভিযোগ পেলে আমরা তাকে গ্রেপ্তার করবো। তিনি আরো বলেন, বগুড়া জেলা পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে। সেই ধারাবাহিকতায় অপর আসামি আমিরুলকে মাদকসহ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর কথাও বলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status