বিশ্বজমিন

ফ্রান্স কার্টুন প্রকাশ চালিয়ে যাবে: ম্যাক্রন

মানবজমিন ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ৮:০৬ পূর্বাহ্ন

ফ্রান্স কার্টুন প্রকাশ চালিয়ে যাবে বলে সপষ্ট জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সমপ্রতি ফ্রান্সের একটি স্কুলে বাক-স্বাধীনতার ওপরে একটি পাঠ পড়ানোর সময় ইসলামের মহানবীর একটি বিতর্কিত কার্টুন ছাত্রদের দেখান সেখানকার শিক্ষক স্যামুয়েল প্যাটি। গত সপ্তাহে ওই ঘটনার প্রেক্ষিতে তাকে সন্ত্রাসের বলি হতে হয়। বুধবার হত্যার শিকার স্যামুয়েল প্যাটিকে সম্মান জানিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই এ কথা বলেন ম্যাক্রন। এ খবর দিয়েছে আল-অ্যারাবিয়া। প্রেসিডেন্টের বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন প্যাটির পরিবার। প্যাটির হত্যাকারীদের তিনি কাপুরুষ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ফ্রান্সের গণতান্ত্রিক ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষতার চর্চা জারি রাখতে গিয়েই প্রাণ দিতে হয়েছে প্যাটিকে। ম্যাক্রন আরো বলেন, প্যাটিকে জীবন দিতে হয়েছে। কারণ ইসলামপন্থিরা ফ্রান্সের ভবিষ্যৎ কেড়ে নিতে চাইছে। এরপর তিনি শপথ করে বলেন, কিন্তু এটি কখনো হতে দেয়া হবে না। নিহত শিক্ষকের কফিন ফ্রান্সের পতাকা দিয়ে ঢেকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সমাহিত করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে সম্মান প্রদর্শন করেন প্রেসিডেন্ট ম্যাক্রনসহ সেখানকার শিক্ষাবিদ, সহকর্মী, আপনজন ও সাধারণ মানুষ।
গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ আন জোরফ নামের এক সন্ত্রাসীর হামলায় প্রাণ হারান প্যাটি। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status