বাংলারজমিন

লঘুচাপে খুলনায় অবিরাম বৃষ্টি মোংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ৭:৪৩ পূর্বাহ্ন

 লঘুচাপের প্রভাবে খুলনায় অবিরাম হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। গতকাল ভোর থেকে আকাশ গুমোট ও বিষন্ন হয়ে আছে। অবিরাম বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলে বিঘœ হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। হিন্দু সম্প্রদায়ের শুরু হওয়া সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবে বাধ সাধছে বৃষ্টি। তবে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বৃষ্টি আরো দু’একদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা বিভাগের উপকূলবর্তী স্থানগুলোতে একটানা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ বর্ষণ শুরু হয়েছে। যা এখনো চলমান রয়েছে। যার ফলে চলমান দাবদাহ থেকে মুক্তি মিলেছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। আগামী দু’একদিন অব্যাহত থাকবে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৈরী আবহাওয়ায় মোংলা বন্দর জেটি এলাকায় পণ্য খালাস কাজ ব্যাহত: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। যার ফলে গতকাল রাত থেকে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। লাগাতার বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে শহরে চলাচল করা অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষদের।
অপরদিকে, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে হারবাড়িয়া ও বহিঃনোঙরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ। অন্যদিকে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির ফলে বন্দরের জেটি এলাকায় পণ্য খালাস-বোঝাই ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বুধবার রাত থেকে বৃষ্টি এবং সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারেণ ভ্যাপসা গরম কমে শীতের আভাস দেখা দিয়েছে।
রাত থেকে বৃষ্টি হওয়ার ফলে নি¤œ আয়ের মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকাল পর্যন্ত এ বন্দরে সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফ্লাই অ্যাশ, মেশিনারিজসহ ১০টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় অবস্থান করছিল, আর পণ্য বোঝাই আরো তিনটি নতুন জাহাজ নোঙর করার কথা রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status