বাংলারজমিন

‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের সজাগ থাকতে হবে’

খাগড়াছড়ি প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ৭:৪২ পূর্বাহ্ন

 প্রাপ্ত প্রশিক্ষণ ও শপথের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নবীন সেনাদের সজাগ থেকে দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান। গতকাল সকালে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার মাঠে ব্যাচ ২০-২ এর শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ সময় তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে আরো বলেন, ‘কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসাবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসাবে নিজেদের গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
রিক্রুট ২০-২ ব্যাচে ইস্ট বেঙ্গল ও ইনফেন্ট্রি রেজিমেন্টের ৯৫৯ জন নবীন সৈনিক স্ব-স্ব ধর্মগ্রন্থে হাত রেখে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। নবীন সেনা সদস্য শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও নবীন সেনা সদস্যের আত্মীয়-স্বজনরা কুচকাওয়াজ উপভোগ করেন।
এর আগে ট্রেনিং সেন্টারের প্যারেড ফিল্ডে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান তত্ত্বাবধায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী। পরে প্রধান অতিথি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং ট্রেনিং চলাকালীন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কোম্পানি ও সৈনিকদের পুরস্কৃত করেন।
এ সময়, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, চট্টগ্রাম ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল মো. মাহবুবুর রহমান, দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুর রহমান, প্যারেড কমান্ডার মেজর মাহমুদুল হাসান সহ অন্যান্য সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status