খেলা

টিভিতে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৩:৫৮ পূর্বাহ্ন

শুরুর মতো বিসিবি প্রেসিডেন্টস কাপের শেষটাও হচ্ছে শান্ত ও মাহমুদ উল্লাহ একাদশের ম্যাচ দিয়ে। আগামীকাল ২৩শে অক্টোবর ফাইনালে আবার মুখোমুখি দু’দল। আসরের সবগুলো ম্যাচই ফেসবুকে লাইভ সম্প্রচারিত হয়েছে। তবে ফাইনাল ফেসবুকের পাশাপাশি দেখা যাবে টিভিতেও। বাংলাদেশ টেলিভিশনে ঘরে বসেই প্রেসিডেন্টস কাপের ফাইনাল উপভোগ করতে পারবেন দর্শকরা। পরিবর্তন হয়েছে ফাইনাল শুরুর সময়। দেড়টার পরিবর্তে দুপুর দুইটায় শুরু হবে শিরোপার লড়াই।

রবিন লীগের এই আসরে দুইবার মুখোমুখি লড়াইয়ে একবারও নাজমুল একাদশকে হারাতে পারেনি মাহমুদ উল্লাহ একাদশ। উদ্বোধনী ম্যাচে মাহমুদ উল্লাহর দলকে ৪ উইকেটে হারায় শান্ত একাদশ। ফিরতি পর্বের ম্যাচে শান্ত একাদশের জয়টা একপেশে। মাহমুদ উল্লাহ একাদশের বিপক্ষে ১৩১ রানের বড় জয় পেয়েছিল তারা।

প্রেসিডেন্টস কাপে সবচেয়ে ধারাবাহিক নাজমুল হোসেন শান্তর দল। চার ম্যাচে হেরেছে মাত্র একটিতে। একমাত্র হার তামিম একাদশের বিপক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status