বাংলারজমিন

ঘোড়াশালে আটকা শতাধিক লাইটার জাহাজ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৩:০৫ পূর্বাহ্ন

দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির তৃতীয় দিনে বৃহস্পতিবার নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে আটকা পড়ে আছে পণ্যবাহী শতাধিক লাইটার জাহাজ। এতে নদী পথে পণ্য পরিবহন ও মালামাল উঠানামায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আটকা পড়া এসব জাহাজে কাদামাটি, সয়াবিন, ভুট্টাসহ বিভিন্ন ধরণের শিল্প ও খাদ্য পণ্য রয়েছে। পণ্যবাহী ছোট-বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে অলস সময় পার করছেন নৌ শ্রমিকরা।
ঘোড়াশালে নৌযান শ্রমিক আইয়ুব রহমান ও মঞ্জুর আলম জানান, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও মাসিক খাদ্যভাতা প্রদানসহ ১৫ দফা দাবিতে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status