অনলাইন

৫২৩ কোটি টাকার নয়া সহায়তার ঘোষণা

রোহিঙ্গাদের দুর্দশা থেকে চোখের পলক না সরাতে বিশ্ববাসীর প্রতি আর্জি বৃটেনের

কূটনৈতিক রিপোর্টার

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৩:০১ পূর্বাহ্ন

চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের অবর্ণনীয় দুর্দশা থেকে এক মুহুর্তের জন্যেও চোখের পলক না সরাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী  ডমিনিক রাব। রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে অল্প পরেই শুরু হওয়া দাতা সংস্থাগুলোর ভার্চ্যুয়াল আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে বৃটিশ সরকারের নতুন সহায়তা ঘোষণা করে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি এ আর্জি জানান। একইসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক ওই দায় বিবেচনায় বৃটিশ সরকার রোহিঙ্গাদের জীবন রক্ষায় সর্বোতভাবে সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া ৮ লাখ ৬০ হাজার রোহিঙ্গাকে সুরক্ষা এবং করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশকে বৃটেনের তরফে অতিরিক্ত ৪৭.৫ মিলিয়ন পাউন্ড ( ৫২৩ কোটি টাকা) সহায়তা দেয়ার ঘোষণা দেন। উল্লেখ্য যুক্তরাষ্ট্র, বৃটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক ইউএনএইচসিআর যৌথভাবে ওই দাতা সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশ, মিয়ানমারসহ ৩০টি রাষ্ট্রের প্রতিনিধি ওই সম্মেলনে অনলাইনে যুক্ত হবেন। সন্ধ্যায় সম্মেলন শেষে ঢাকার তরফে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ঘোষণা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status