খেলা

‘আমরা ফাইনালে খেলার যোগ্য নই’

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১:৩২ পূর্বাহ্ন

ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে বিদায় নিয়েছে তামিম ইকবাল একাদশ। গতকাল নাজমুল একাদশের কাছে ৭ রানে হেরে যায় তারা। আগামীকাল ফাইনালে মাহমুদুল্লাহ একাদশ লড়বে নাজমুল একাদশের সঙ্গে। অথচ কোনোরকম জয় তুলে নিতে পারলেই ফাইনালে উতরে যেত তামিমের দল।
মিরপুরে ৪১ ওভারের ম্যাচে জয়ের জন্য ১৬৪ রান করতে হতো তামিম একাদশকে। একটা পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ২৭.২ ওভারে ১০১/৩। সেখান থেকে শেষতক ৪০.৪ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় তামিম একাদশ। অধিনায়ক তামিমের ৫৭ রানই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মোহাম্মদ মিঠুন ২৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২২ রান। বাকিরা দিয়েছেন ব্যর্থতার পরিচয়। এমন অবস্থান থেকে ম্যাচ হেরে যাওয়ায় রীতিমত হতাশ তামিম ইকবাল। তিনি মনে করেন, তার দল ফাইনালে খেলার যোগ্য ছিল না।
তামিম ইকবাল বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয়, আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। আমি যখন আউট হই তখনো বলের সঙ্গে রানের অনেক ব্যবধান ছিল, প্রয়োজনের রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। ওই জায়গা থেকে এই জায়গায় ম্যাচ এসে যাবে এটা আমি নিজেও কল্পনা করিনি। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি।’
৪ ম্যাচে এক জয় নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ করেছে তামিমের দল। ব্যাটস্যামনরা যেমনই হোক, উজ্জ্বল ছিলেন বোলাররা। তামিম প্রশংসা করতে ভোলেননি তাদের, ‘সব ম্যাচেই বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে। সাইফউদ্দিন, শরীফুল, মেহেদী... বোলারদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমিসহ সব ব্যাটসম্যানের পারফরম্যান্স যতটা ভালো হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status