অনলাইন

সীমিত আবহে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১১:১৮ পূর্বাহ্ন

ছবিঃ জীবন আহমেদ

করোনায় বেশকিছু নির্দেশনা মাথায় নিয়েই আজ শুরু হয়েছে দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। আজ দেবীর বোধন, ষষ্ঠী। এবার সারা দেশে ৩০ হাজার ২১৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে এবার পূজা অনুষ্টিত হচ্ছে ২৩২টি মণ্ডপে। যা গেল বছর ছিল ২৩৮।
তিথি অনুযায়ী গতকাল পঞ্চমী শেষ আজ ষষ্ঠী। আজ দ্বিতীয় দিন। এর সমাপ্তি হবে ২৬শে অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।
কাল সপ্তমীর দিনে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে দেশজুড়ে। আর প্রতিদিন সন্ধ্যা আরতির পর সারা দেশের পূজামণ্ডপগুলো বন্ধ রাখতে নির্দেশনা রয়েছে।
পূজার সময় দেবী দুর্গার ভোগপ্রসাদ ছাড়া খিচুড়ি বা এ-জাতীয় প্রসাদ বিতরণ এবং বিজয়ার শোভাযাত্রা হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এছাড়াও করোনায় সাবধানতা অবলম্বন করতে মণ্ডপগুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখারও সিদ্ধান্ত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status