ভারত

পশ্চিমবঙ্গে আরও ৬৪ জন মারা গেলেন

কলকাতা অফিস

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১০:৩৬ পূর্বাহ্ন

চিকিৎসকদের আশঙ্কা সত্য প্রমাণিত হতে চলেছে। পূজায় সংক্রমণ বাড়বে এমনটাই বলেছিলেন জনস্বাস্থ্য বিজ্ঞানীরা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ গেছে ৬৪ জনের। সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৯ জন। এরমধ্যে ৮৭৯ জনই কলকাতার। মহাপঞ্চমীতে সংক্রমণ দেখে চিকিৎসকরা দুশ্চিন্তাগ্রস্ত। অতিমারির কারণে শহরতলীর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট দিয়েছে একাধিক নির্দেশনা। উল্লেখ্য যে, এ পর্যন্ত পশ্চিমবঙ্গে মারা গেছেন ৬ হাজার ২৪৪ জন।

ওদিকে পূজার চারদিন মহিলা যাত্রীদের জন্য ক্যাবের আয়োজন করা হয়েছে। মহিলা চালকরাই এই ক্যাব চালাবেন। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরর্স  গিল্ডের ব্যবস্থাপনায় ২০ জন মহিলা চালককে নিয়ে এই সেবার পরিকল্পনা করা হয়েছে। মহিলা যাত্রীরা একদিন আগে নির্দিষ্ট নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে এই ক্যাব বুক করতে পারবেন। গিল্ড বলেছে, মহিলা চালকদের উৎসাহ দিতেই পূজায় এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status