বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিবারের অনন্য নজির

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে

২১ অক্টোবর ২০২০, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিবার পরিচালিত ‘পাশে আছি আমরা’ সংগঠন করোনায় সাময়িক ক্ষতিগ্রস্থ শিক্ষক-কর্মচারীদের মধ্যে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি। জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এস আর এম ওসমান গনি সজিবের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক হামজা মাহমুদ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জীবন ভট্টাচার্য, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন,করোনাকালে শিক্ষক-কর্মচারীদের পাশে দাড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিবার অনন্য নজির সৃষ্টি করেছে। শুধু শিক্ষক নয়,অন্যান্য শ্রেনী-পেশার মানুষকেও তারা সহায়তা দিয়েছে। শিক্ষক-কর্মচারীরা বর্তমানে নাজুক অবস্থায় রয়েছেন। বেসরকারী অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ। প্রাইভেট টিউশনি নেই,কোচিং বন্ধ। এমন পরিস্থিতিতে বেসরকারী এই সংগঠন তাদের পাশে দাড়িয়ে উদাহরন সৃষ্টি করেছে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী সহায়তার বিবরন দিয়ে তিনি বলেন, এ জেলার ১১’শ শিক্ষক-কর্মচারীকে সরকার অর্ধকোটি টাকা সহায়তা দিয়েছে। ‘পাশে আছি আমরা’র মতো সংগঠন এগিয়ে এলে শিক্ষক-কর্মচারীরা আরেকটু ভালো থাকতেন। সভাপতির বক্তৃতায় প্রফেসর ফাহিমা খাতুন বলেন,বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সেটি অনুভব করে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিতভাবে শিক্ষক-কর্মচারীদের পাশে দাড়িয়েছি। ‘পাশে আছি আমরা’ করোনাকালে  শিক্ষক-কর্মচারীসহ অন্যান্য পেশার প্রায় ২ হাজার মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা হিসেবে প্রায় ১৫ লাখ টাকা দিয়েছে। বুধবার ৫৪ শিক্ষক-কর্মচারীর মধ্যে বিতরন করা হয় ১লাখ ৪২ হাজার টাকা।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status