শেষের পাতা

ব্যাংকে টাকার প্রবাহ বাড়াতে বড় ছাড়

অর্থনৈতিক রিপোর্টার

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৯:১২ পূর্বাহ্ন

ব্যাংকিং খাতে নগদ টাকার প্রবাহ বাড়াতে নীতি-সহায়তায় আরো বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় কিছু ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখার বিষয়ে ছাড় দেয়া হয়েছে। আগে ভোক্তাসহ বেশকিছু ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হতো, এখন ২ শতাংশ হারে রাখতে হবে। ফলে বাড়তি অর্থ কেন্দ্রীয় ব্যাংকে পড়ে না থেকে বাজারে চলে আসবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে কমবে তহবিল ব্যবস্থাপনা ব্যয়, বাড়বে তারল্য প্রবাহ। তবে এতে ব্যাংকের ঝুঁকির মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
করোনার প্রভাব মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকিং খাতে তারল্য প্রবাহ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ কারণে নীতি-সহায়তায় ছাড় দেয়া হয়েছে। আগের নিয়ম অনুযায়ী ভোক্তাঋণ, গৃহায়ন ঋণ, পেশাজীবীদের নামে যেসব ব্যক্তিগত ঋণ দেয়া হতো এর বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন রাখার বিধান ছিল। এ খাতে ৩ শতাংশ প্রভিশন ছাড় দেয়া হয়েছে। একই সঙ্গে আগে গৃহায়ন ঋণে ৫ শতাংশ হারে প্রভিশন রাখার বিধান ছিল। এখন তা কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এ খাতে ৪ শতাংশ প্রভিশন ছাড় দেয়া হয়েছে। ক্রেডিট কার্ডের বিপরীতে দেয়া ঋণ নিয়মিত থাকলে ২ শতাংশ হারে প্রভিশন রাখতে হতো। এখন তা অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া সব ধরনের নিয়মিত ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হয় ঝুঁকি এড়ানোর জন্য। যে ঋণে যত বেশি ঝুঁকি সেই ঋণে তত বেশি প্রভিশন। এতে ঝুঁকির মাত্রা কমে যায়। কিন্তু তারল্য বাড়াতে গিয়ে প্রভিশনে ছাড় দেয়ায় ব্যাংকের ঝুঁকির মাত্রা বেড়ে গেল। কেননা, ঋণ আদায় না হলে ব্যাংক প্রভিশন থেকে কিছুটা হলেও সমন্বয় করতে পারে। এখন ঋণখেলাপি হলে এবং প্রভিশন কম থাকলে ঝুঁকি বেড়ে যাবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গৃহায়ন খাতকে চাঙ্গা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ খাতে বেশি কর্মসংস্থান হচ্ছে। একই সঙ্গে গৃহায়ন খাত চাঙ্গা হলে অর্থনীতিতে বহুমুখী ইতিবাচক প্রভাব পড়ে। এ খাতে প্রভিশন কমানোর ফলে ব্যাংকগুলো যেমন নতুন ঋণ দিতে উৎসাহিত হবে, তেমনি ঋণের খরচও কমবে। এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনের হার অপরিবর্তিত রাখা হয়েছে। খেলাপি ঋণের চারটি শ্রেণি। এর মধ্যে খেলাপি ঋণের আগের ধাপ কোনো ঋণ বিশেষ অ্যাকাউন্টে স্থানান্তর হলে ৫ শতাংশ, নিম্নমান হিসেবে চিহ্নিত হলে ২০ শতাংশ, সন্দেহজনক হিসেবে চিহ্নিত হলে ৫০ শতাংশ এবং মন্দ হিসেবে চিহ্নিত হলে ১০০ শতাংশ প্রভিশন রাখতে হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status