খেলা

স্বপ্ন নিয়ে আরব আমিরাতে গেলেন সালমা-জাহানারা

স্পোর্টস রিপোর্টার

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

নারী আইপিএলের (উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ) তৃতীয় আসরে খেলতে আরব আমিরাতে গেলেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। গতকাল বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস ফ্লাইটে উড়াল দেন তারা। বিমানে চড়ার আগে জাহানারা ফেসবুকে লিখেন, ‘দুবাই যাচ্ছি উইমেন্স টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে। আমার জন্য সবাই দোয়া করবেন।’ দুবাইয়ে ৬ দিনের কোয়ারেন্টিন পালনের পর আগামী ২৮শে অক্টোবর প্রস্তুতি শুরু করবেন সালমারা। আইপিএলে সালমা খাতুন খেলবেন ট্রেলব্ল্যাজার্স আর জাহানারা আলম ভেলোসিটি দলের হয়ে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। আগামী ৪ঠা নভেম্বর আসরের প্রথম ম্যাচে জাহানারার ভেলোসিটি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভার। পরদিন একে অন্যের মুখোমুখি হবেন সালমা-জাহানারা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ই নভেম্বর। আইপিএল নিয়ে নিজ প্রত্যাশার কথা জানাতে গিয়ে সালমা বলেন, ‘অনেক বড় একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। ভালো নৈপুণ্য দেখিয়ে  যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। অলরাউন্ডার হিসেবে দুই বিভাগেই নিজের সেরাটা দেখাতে চাই।’ জাহানারার প্রত্যাশা এবার চ্যাম্পিয়ন হওয়া। গতবার তার দল ভেলোসিটি ফাইনালে হেরে গিয়েছিল সুপারনোভার কাছে। ফাইনালে ভেলোসিটির সেরা বোলার ছিলেন জাহানারা। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। নিজের পরপর দুই ওভারে ইংলিশ তারকা নাতালি সিভার ও কিউই সুপার স্টার সোফি ডিভাইনকে বোল্ড করেন এই পেসার।  জাহানারা বলেন, ‘গতবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলাম। আফসোস রয়ে গেছে নিজের শেষ ওভারটা নিয়েও।’ ইনিংসের ১৬তম ও নিজের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছিলেন জাহানারা। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে পড়লে নিজেকে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চেষ্টা করবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status