বাংলারজমিন

চিতলমারীতে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের বেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার ও দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পুরাতন ভবনটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়লে সেখানে পুরনো ভবন ভেঙে নতুন ভবন তৈরির উদ্যোগ নেয়া হয়। ২০১৮ সালে সেখানে দরপত্র আহ্বানের মাধ্যমে আনিচ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন স্কুল ভবনের কাজ শুরু করে। উক্ত ভবন তৈরির মেয়াদ শেষ হলেও কাজের কোনো অগ্রগতি নেই। এছাড়া ভবন নির্মাণে নিম্নমানের মাল সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে ভবনটিতে ঝুঁকির আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স্থানীয় ইউপি সদস্য অনির্বান মণ্ডল জানান, স্কুল ভবন নির্মাণে চরম অনিয়ম করা হচ্ছে। যথা সময়ে ভবনটি নির্মাণ হওয়ার কথা থাকলেও কাজে কোনো অগ্রগতি নেই। এছাড়া একেবারে যারপরনাই নিম্নমানের মালামাল সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে স্কুলটি ঝুঁকির মধ্যে পড়বে।  বিষয়টি যেন তদারকি করার কেউ নেই বলেও অভিযোগ করেন তিনি।  
এ বিষয়ে স্কুল ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার গাজী শুভ রহমান জানান, করোনার কারণে কাজের অগ্রগতি থেমে আছে। এছাড়া কোনো নিম্ন্নমানের মাল সামগ্রী ব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান জানান, ওই স্কুল ভবনের কাজ যথাসময়ে সম্পন্ন করতে না পারায় ঠিকাদার প্রতিষ্ঠান কাজের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে এবং আবেদনটি হেড অফিসে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status