বাংলারজমিন

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

উত্তরাঞ্চল প্রতিনিধি

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

বাঙ্গালী নদীর ভাঙন থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর গ্রাম রক্ষার দাবিতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সাঘাটার রামনগর নদী ভাঙন রক্ষা কমিটির আয়োজনে গতকাল দুপুরে  ঘণ্টাব্যাপী পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে মানববন্ধন পালন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়। মানববন্ধনে সাঘাটার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, প্রতিবছর নদী ভাঙনের শিকার হচ্ছে শত শত পরিবার। তার পরও এই ইউনিয়নে নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ বছর  বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার ভেঙে যাওয়ায় বন্যার পানিতে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাঘাটা উপজেলার শাখার সাধারণ সম্পাদক শাহ আলম জানান, চলতি বছরে নদীর ভয়াল ভাঙনের কবল হতে রামনগর গ্রামকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপসহ নদী শাসনের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী। সাঘাটা উপজলার রামনগর নদী ভাঙন প্রতিরক্ষা কমিটির সভাপতি গোলাম মওলা জানান, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা মিছিল মিটিং মানববন্ধন করে আসছি। তারপরও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। চলতি বছরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে চলা কাটাখালি ও বাঙ্গালী নদীর পূর্বতীরের সাঘাটা উপজেলার সীমানা এলাকার রামনগর, গ্রামের শতাধিক পারিবার নদী ভাঙনের শিকার হয়েছে।
এ সময় ঘেরাও এবং মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ডা. লিয়াকত আলী, ইউপি সদস্য হাবিবর রহমান, সিপিবি নেতা জজ্ঞেশ্বর বর্মণ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status