বাংলারজমিন

দৌলতখানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

ভোলার দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। দুই পক্ষই আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী বলে জানা গেছে। আহতদের মধ্যে ৯ জন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার সন্ধ্যায় দৌলতখান পৌর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান (টিপু) মঙ্গলবার বিকালে মিছিল বের করেন। দুই পক্ষই নিজেদের অবস্থান বোঝাতে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়। আওয়ামী লীগের এই দু’পক্ষের কর্মী-সমর্থকরা বিকাল থেকেই সম্ভাব্য মেয়র প্রার্থীর পক্ষে স্লোগান দেয়। সন্ধ্যা ৬টার দিকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের  মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, মঙ্গলবার বিকালে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদের আগমন উপলক্ষে তারা শান্তিপূর্ণ মিছিল বের করে। সম্ভাব্য মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপুর কর্মী-সমর্থক অতর্কিত হামলা চালিয়ে তার ১৫ জন কর্মী আহত করেছে। পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে ওই প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে পৌরসভায় জমায়েত করে।  তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। মেয়র জাকির হোসেন তালুকদারের এসব অভিযোগ অস্বীকার করে সম্ভাব্য মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপু বলেন, মেয়রের জামাতা কামরুল ইসলামের নেতৃত্বে বহিরাগতরা তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাঁর ৩ জন সমর্থক গুরুতর আহত হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আট রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো পক্ষই অভিযোগ দায়ের  করেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status